ধন সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি pdf বই ডাউনলোড। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিযিকদাতা। তিনি আমাদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন কেবলমাত্র তারঁ ইবাদত করার জন্য (যারিয়াত ৫১৫৬)। পাশাপাশি তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন দুনিয়াতে কে উত্তম কর্ম সম্পাদন করে তার পরীক্ষা করার জন্য । দুনিয়অটা তাই মানুষের জন্য পরীক্ষাগার । তিনি ধন ও জন দিয়ে মানুষকে পরীক্ষা করেন। দুনিয়ার এই পরীক্ষায় যিনি উত্তীর্ণ হবেন আখেরাতে তিনিই সফলতা লাভ করবেন।
আর যতিনি অনুত্তীর্ণ হবেন তিনি ব্যর্থকাম হবে। দুনিয়াতে বেচেঁ থাকার জন্য যেমন অর্থ-সম্পদের প্রয়োজন আছে তেমনি তা উপার্জনে ও ব্যয় বন্টনে অপব্যবহার বা সীমালংঘনের পরিণতিও ভয়াবহ। বক্ষ্যমাণ বইতে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নামাজের ধন ভান্ডার pdf বই ডাউনলোড
- ধন সম্পদের লোভ ও কৃপণতা pdf বই ডাউনলোড
- মধ্যপন্থা গুরুত্ব ও প্রয়োজনীয়তা pdf বই ডাউনলোড
- কুফরের পরিণতি pdf বই ডাউনলোড
- কুফরের পরিণতি pdf বই ডাউনলোড
এই বইটিকে ৩ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। ১ম অধ্যায়ে সম্পদ উপার্জনের শারঈ বিদান, সম্পদ উপার্জন ও ব্যয়-বন্টনে অপব্যবহার বা সীমালংঘনের বিভিন্ন দিক থুলে ধরা হয়েছে। বিশেষ করে সম্পদের আধিক্য সম্পর্কে রসূল সাঃ-এর আশঙ্কা ও জাহানানমী ধনী ব্যক্তির দুনিয়াবী বিলাসী জিবন বিস্মৃত হওয়ার দৃষ্টান্ত পেশ করে অবৈধ ভাবে সম্পদ উপার্জন থেকে নিরুৎসাহিত করা হয়েছে। ২য় অধ্যায়ে দারিদ্র্যের কারণে সামাজিকভাবে যারা অসহায়, অবহেলিত, মর্যাদাহীন, আল্লঅহর নিকটে তাদের সম্মানজনক অবস্থান ।
এবং রাসূল ছাঃ ও ছাহাবী জীবনের দারিদ্রক্লিষ্ট ইতিহাস তুলে ধরে গরীব ও দুর্বলদের প্রতি অবজ্ঞা না করার নছীহত করা হয়েছে। ৩য় অধ্যায়ে সমাজের ওপর অসহায় শ্রেণী ইয়াতীম সম্পর্কে আলোকপাত করা হয়েছে। পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন এই অসহায়দের প্রতিপালনের গুরুত্ব ও ফযীলত বিধৃত হয়েছে এই অধ্যায়ে আলোচিত হয়েছে ইয়াতীমের সম্পদ আত্মসাতকারীর পরিণতি। সবশেষে মুমিনদের করণীয় প্রসঙ্গে দৃষ্টিপাত করা হয়েছে নাতিদীর্ঘ পরিসরে ।
দুনিয়অর মোহ পরিত্যাগ করে জান্নাতের রাজপথে দ্রুতপদে অগ্রসরমাণ মুমিনের জন্য বইটি সহযোগীর ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। ধন-সম্পদ মানবজীবনের একটি অপরিহার্য অনুষঙ্গ। আল্লাহ রাব্বুল আলামীন মানবজাতিকে যে সকল নেমতরাজি দিয়ে সুশোভিত করেছেন, তার মধ্যে ধন-সম্পদ অন্যতম গুরুত্বপূর্ণ।
অন্য সকল নেমতরাজির মত ধন-সম্পদও আল্লাহ পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষাস্বরূপ্ মানুষ চাইলে এর সদ্ব্যবহার করার মাধ্যমে যেমন দুনিয়া ও আখেরাতের প্রভূত কল্যাণের অধিকারী হতে পারে, আবার এর অপব্যবহার করে উভয় জাহানে মহাবিপদ ডেকে আনতে পারে। এজন্য পবিত্র কুরআনে মাল-সম্পদকে যেমন দুনিয়াবী জীবনের সৌন্দর্য বলা হয়েছে, তেমনি আল্লাহর স্মরণ থেকে বিমুখকারী ফিৎসা হিসাবেও উল্লেখ করা হয়েছে (আল-মুনাফিকূন ৯; আত-তাগাবুন ১৫)।
নিচে ধন সম্পদ প্রয়োজনীয়তা ও অপব্যবহারের পরিণতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | অর্থনৈতিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.04 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | ডাঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন |
অনুবাদঃ |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।