ধুলিমলিন উপহার রামাদান pdf বই ডাউনলোড। রামাদান- আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে অন্যতম বিশেষ নিয়ামত। আল্লাহর অনুগ্রহ আরেকটি রামাদান আমাদের দোরগোড়ায় এসে হাজির, আলহামদুলিল্লাহ। রামাদান এমন এক নিয়ামত, যার জন্য অনেক কবরবাসীই উদগ্রীব হয়ে আছে। অন্ধকার মাটির ঘরে শুয়ে তারা আফসোস করে যাচ্ছে- ইশ! যদি আরেকটি বারের জন্যেও তারা রামাদান পেত।
সেই সাথে আমরা যারা রামাদান, পেয়েছি, তাদের মধ্যেও অনেকেই রামাদানের সদ্ব্যবহার না করার জন্য পরে আফসোস করবে। রামাদানের আগমন উপলক্ষে অভিনন্দন জানানোর কোনো সুনির্দিষ্ট দলিল না থাকলেও, খুশির খবর শুনলে পরস্পরকে অভিনন্দন জানানো যায়। যেমন- কাব বিন মালিক রা. ও তারঁ দুই সঙ্গীর ঘটনা আমরা সবাই জানি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিয়ের উপহার pdf বই ডাউনলোড
- সন্তানের শ্রেষ্ঠ উপহার pdf বই ডাউনলোড
- ভালোবাসার রামাদান pdf বই ডাউনলোড
- প্রোডাক্টিভ রামাদান pdf বই ডাউনলোড
- রৌদ্রময়ী রামাদান উৎসব pdf বই ডাউনলোড
তাবুক যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন বলে নবীজি সাঃ- এর নির্দেশে তাদেরঁকে একঘরে করে রাখা হয়েছিল। এবং পরে আল্লাহ ওহী নাযিলের মাধ্যমে তাদেরকে ক্ষমার সুসংবাদ দেন। সূরাহ আত-তাওবায় আল্লাহ তাআলা বলেন, আর সে তিন জনের তাওবা কবুল করলেন। (সূরাহ তাওবা: আয়াত ১১৮)।
এই আয়াত নাযিলের পর সাহাবিরা দলে দলে গিয়ে তাদেঁর অভিনন্দন জানান। যাদুল মাআদ গ্রন্থে এই ঘটনার ব্যাপারে ইবনুল কাইয়্যিম রাঃ} বলেন, এ থেকে প্রমাণিত হয় যে- কোনো ঈমানী সুসংবাদ পেলে একে অপরের সাথে কোলোকুলি করে অভিনন্দন জানানো যায়। ইবনু মুফলিহ রাঃ এই বিষয়ে ইমাম আহমাদ রাঃ-এর অনেকগুলো মত উল্লেখ করেছেন। আর সবশেষে তিনি বলেন, সবচেয়ে বিখ্যাত মত হলো এই যে- ইমাম আহমাদ এটি জায়েয বলেছেন।
আল্লাহ বলেন, তুমি বলে দাও, আল্লাহর অনুগ্রহ ও দয়ার বদৌলতে তারা আনন্দিত হোক। তারা যা স্তুপীকৃত করছে পার্থিব সম্পদ, তার চেয়ে তা উত্তম। (সুরাহ ইউনুস: আয়াত ৫৮)। তাই মহান রবের কাফে ফরিয়াদ এই যে, তিনি যেন রামাদানে বারাকাহ দান করেন এবং আমাদের আমলগুলো কবুল করে নেন। রামাদানের সদ্ব্যবহার এবং খালিসভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার তাওফীক দিয়ে আল্লাহ যেন আমাদেরকে সম্মানিত করেন।
সেই সাথে আল্লাহ যেন আমাদের সেসব মুমিনদের অন্তর্ভুক্ত করে নেন, যারা এই রামাদানে নিজেদের গুনাহ মাফ করিয়ে জাহান্নাম থেকে নাজাতপ্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ করবে। জীবনের প্রতিটা মুহুর্তই দামি, তার মাঝেও বেশি দামি রামাদানের এই মুহুর্তগুলো। তাই এই মাস হোক নিজেদের ইলমকে আমলে পরিণত করার মাস। আমলে পরিণত করার ব্যাপারটি এমন যে, যখন কুরআনের কোনো আয়াত উল্লেখ করা যায় তখন মনে করুন আল্লাহ আপনার সাথে কথা বলছে আর আল্লাহ যা বলছেন আপনি তা মেনে চলার পুরোপুরি প্রস্তুত।
নিচে ধুলিমলিন উপহার রামাদান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সীরাত পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 80.9 MB |
প্রকাশ সালঃ | ২০১৮ |
বইয়ের লেখকঃ | শাইখ আহমদ মুসা জিবরীল |
অনুবাদঃ | সাজিদ ইসলাম |