ধৈর্য হারাবেন না pdf বই ডাউনলোড । সবর শব্দের আভিধানিক অর্থ হলো- আটকে রাখা, আবদ্ধ রাখা ইত্যাদি কুরআনুল কারিমে আল্লাহ ইরশাদ করেন- হে নবি! আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশে আহবান করে। অর্থাৎ হে নবি! আপনি তাদের সাথে নিজেকে আটকে রাখুন।
তাদের থেকে আলাদা বা পৃথক হবেন না। বনি ইসরাইল বলেছিলো, যেমনটা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে অর্থাৎ আমরা একই খাদ্যর উপর ধৈর্যধারণ করতে পারবো না আবার আমরা একই খাদ্যের উপর নিজেদেরকে আবদ্ধ রাখতে পারবো না।
আরও দেখুনঃ ধ্বংসের দ্বারপ্রান্তে একবিংশ শতাব্দীর গনতন্ত্র pdf বই ডাউনলোড
যেমন আরবরা বলে থাকে অমুককে সবর করে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে তথা মৃত্যুদন্ড দেওয়ার পূর্ব পর্যন্ত তাকে বন্দি করে রাখা হয়েছে। সবর শব্দটি অধৈর্য বা ঘাবড়ে যাওয়া বিপরীত। নিজেকে নফসের পক্ষাপাতী করা থেকে বিরত রাখা ও প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকা। এবাবেও বলা যায় যে, প্রিয়তম প্রভুর চাহিদানুযায়ী নিজের মন বা হৃদয়কে আটকে রাখা ও আল্লাহ-র নিষেধাজ্ঞাগুলোকে মেনে তার উপর নিজেকে বন্দি রাখা।
ধৈর্যশীল ব্যক্তিদের আল্লাহ তাআলা ভালোবাসেন।
আর যে ব্যক্তি কস্টের উপর ধৈর্যধারণ করে তাকে সাবের বা ধৈর্যদারণকারী বলা হয। কেননা সে নিজেকে হতাশা ও পেরেশানি থেকে দুরে রেখেছে। তাই তো রমজান মাসকে ধৈর্যর মাস বলা হয়। কেননা মুসলিমরা রমজান মাসে নিজেদেরকে খাবার-দাবার ও স্ত্রী সহবাস থেকে বিরত রাখে।
আরও দেখুনঃ দাইউস জান্নাতে প্রবেশ করবে না pdf বই ডাউনলোড
ধৈর্য কেবল এক স্তরে সীমাবদ্ধ নয়। বরং এর অনেক স্তর রয়েছে যা একটা অন্যটা থেকে উত্তম। আল্লাহ-র আনুগত্যের উপর নিজেকে অটল রাখতে ধৈর্যধারণ করা, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা ধৈর্যর তুলনায় বেশি মর্যাদাবান। কারণ আল্লাহ-র ওয়াজিব বিধান পালন করা তার কাছে গুনাহ থেকে বিরত থাকার চেয়েও উত্তম।
আর গুনাহ নিজেকে মুক্ত রাখার ধৈর্যটা বিপাদাপদের সময় ধৈর্যধারণ অপেক্ষা উচুঁস্তরের। কেননা ওয়াজিব বিধান পালন করা ও গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা হলো মানুষের ইচ্ছাধীন। আর কারো পক্ষ থেকে কোনো কিছুর উপর বাধ্য করার কারণে তাতে ধৈর্যধারণ করা এটা ইচ্ছাধীন নয়।
আরও দেখুনঃ বোরকা ওড়না সাজসজ্জা pdf বই ডাউনলোড
নিচে ধৈর্য হারাবেন না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পথিক প্রকাশন বইয়ের ধরণঃ ধৈর্য বিষয়ক বইয়ের সাইজঃ 8.95 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ অনুবাদঃ সাইফুল্লাহ আল মাহমূদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ