নজরের হেফাজত pdf বই ডাউনলোড।উল্লেখ্য, যে ব্যক্তি তার প্রবৃত্তির লাগাম ছেড়ে দেয়, কামনা- বাসনা তাকে নিয়ে পাগলা ঘোড়ার মতো দিগ্বিদিক ঘুরে বেড়ায়। কারণ, প্রবৃত্তির চাহিদার কোনো শেষ নেই, কামনা- বাসনার কোনো সীমা নেই। যে ব্যক্তি দুনিয়ার প্রতি আকৃষ্ট, অঢেল সম্পদও তাকে পরিতৃপ্ত করতে পারে না।
আদম সন্তানের স্বভাব হলো—যদি তার দুটি স্বর্ণ-উপত্যকা থাকে, তবে সে তৃতীয়টির পেছনে নিরলস ছুটতে থাকে। কেবল কবরের মাটিই পারে মানুষকে পরিতৃপ্ত করতে; অন্যকিছু নয়। লোভাতুর দৃষ্টিতে পরনারীকে উপভোগ করায় অভ্যস্ত ব্যক্তির অবস্থাও ঠিক এমনই। তার অন্তরে নারীর প্রতি যে কামনা- বাসনা তৈরি হয়ে আছে, তা পূরণ করার কোনো উপায় এ দুনিয়াতে নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
শাইখ আলি তানতাবি রাহিমাহুল্লাহ বলেন, “আচ্ছা, যদি তোমাকে কারুনের মতো সম্পদশালী ও হারকিউলিসের মতো শক্তিমান করা হয়; এবং তোমার সঙ্গিনী হয় দশ হাজার সুন্দরী রমণী, তবে কি তোমার অতৃপ্ত হৃদয় তৃপ্ত হবে বলে মনে করো? না, কস্মিনকালেও না—এ কথা আমি যেমন উঁ আওয়াজে বলতে পারি, তেমনি কাগজ-কলমেও লিখে দিতে পারি।
তবে হ্যাঁ, বৈধ উপায়ে একজনই স্ত্রীই তোমার জন যথেষ্ট হতে পারে। আর হ্যাঁ, আমার এ-কথার দলিল খুঁজে এসো না। আশেপাশে তাকালে তুমি নিজেই অসংখ্য দলি পেয়ে যাবে। ১)
নিঃসন্দেহে নারীসংক্রান্ত ফিতনাই।” মানুষের জন্য সবচেে বড় ফিতনা।
এ প্রসঙ্গে স্বয়ং নবিজি সাল্লাল্লাহু আলাইি ওয়াসাল্লাম ইরশাদ করেন— مَا تَرَكْتُ بَعْدِي فِي النَّاسِ فِتْنَةٌ أَضَرَّ عَلَى الرَّجَالِ مِنَ النِّسَاءِ . আমার অবর্তমানে আমি মানুষের মধ্যে নারীদের চেয়ে ভয়ংকর আর কোনো ফিতনা রেখে যাইনি।[৩] আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেন— خُلِقَ الْإِنْسَانُ ضَعِيفًا মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। [সুরা নিসা, আয়াত : ২৮]
ইমাম তাউস রাহিমাহুল্লাহ এ-আয়াতের ব্যাখ্যায় বলেন ‘(দুর্বলতার অর্থ হলো,) নারীদের দিকে তাকালে সে আর নিজেকে সংবরণ করতে পারে না।” উল্লিখিত এ বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত এ পুস্তিকাটি রচনা করা হয়েছে। এতে আমি মুসলিম ভাই-বোনদের কাছে দৃষ্টিসংযম সম্পর্কিত কিছু উপদেশ তুলে ধরতে চেষ্টা করেছি। নজরের হেফাজত নিঃসন্দেহে অনেক কঠিন। কিন্তু আল্লাহ যার জন্য সহজ করে দেন, তার জন্য খুবই সহজ। তাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, তাঁর দয়ায় হয়তো আমাদের জন্যও তা সহজ হয়ে যাবে।
নিচে নজরের হেফাজত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মুহাম্মদ পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 10 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ড শাইখ মাহমুদ মিসরি |
বইয়ের অনুবাদকঃ | আল আমিন ফেরদৌস |