নজরের হেফাজত pdf বই ডাউনলোড। দৃষ্টিসংযম হলো ইসলামি শরিয়ত অনুযায়ী যা দেখা হারাম, তা থেকে দৃষ্টি সংযত রাখা, যা দেখা হলাল, কেবল সেদিকেই দৃষ্টিপাত করা। হারাম সবকিছু উপেক্ষা করে যাওয়ার ব্যাপাওে এই হুকুম প্রযোজ্য। কিন্তু এরপরও যদি আকস্মিক এবঙ অনাকাঙ্খিতভাবে হারাম কিছু চোখে পড়েই যায়, তবে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিতে হবে।
আমরা জানি, জিনা-ব্যভিচারের মতো জঘন্য ও অশ্লীল কাজের সুত্রপাত ঘটে অসংযত দৃষ্টিপাত থেকে। কিন্তু এই ছোট্ট,ম অথচ ভয়ংকর রোগে আজ পুরো জাতি আক্রান্ত। অধিকাংশ মুসলিম আজ অশ্লীলতা ও বেহায়াপনায় লিপ্ত। অথচ, এই নোংরামো ও নির্লজ্জতার কারণে চারদিকে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, ঝগড়াবিবাদ লেগে থাকছে, অবৈধ সন্তান জন্ম নিচ্ছে, বংশ-পরম্পরা নষ্ট হচ্ছে; কিন্তু সে খবর কে রাখে?
আরও ইসলামিক বই দেখুনঃ
- নজরের হেফাজত করুন pdf বই ডাউনলোড
- কালান্তরে দৃষ্টিপাত pdf বই ডাউনলোড
- দৃষ্টি শয়তানের বিষাক্ত তির pdf বই ডাউনলোড
- দৃষ্টি শয়তানের বিষাক্ত তির pdf বই ডাউনলোড
- চোখের গুনাহ pdf বই ডাউনলোড
আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যত গুনাহে লিপ্ত হয়, তার অনেকগুলোর মুলে থাকে কুদৃষ্টির প্রভাব। কারণ, চোখের দেখা থেকেই প্রথমে মানব-মনে কুমন্ত্রণা সৃষ্টি হয়। এরপর সেই কুমন্ত্রণা থেকে সৃষ্টি হয় কুচিন্তা । কুচিন্তা থেকে আবার জন্ম নেয় কুপ্রবৃত্তি।
এবার এই কুপ্রবৃত্তি মনের ভেতরে আকাঙ্খা তৈরি করে। এরপর সেই আকাঙ্খা রূপ নেয় দৃঢ় সংকলে। অতঃপর যা ঘটার তো সে ঘটিয়েই ফেলে, যদি না তাকে কেউ বাধা দেওয়ার থাকে। এজন্য বলা হয়, নজরের হেফাজত যতটা কঠিন, তারচেয়ে অনেক বেশি কঠিন-কুনজর- ঘটিত বিপদ থেকে বাচাঁ বা তাতে ধৈর্যধারণ করা।
সাধারণত অধিকাংশ গুনাহের সুত্রপাত ঘটে কথার আধিক্য এবং যত্রতত্র দৃষ্টিপাত থেকে। শয়তান এ-দুটি হাতিয়ার ব্যবহার করে মানুষকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট করে। কারণ, খাবার খেয়ে পেটের ক্ষুধা দূর করা যায়। কিন্তু অনিয়ন্ত্রিত জবান ও অসংযত চোখের ক্ষুধা।
দূর করার কোনো উপায় এ জগতে নেই। তাই এ-দুটিকে যংযত না রাখা গেলে, দেখা ও বলার চাহিদা কখনোই শেষ হয় না। ঠিক যেমন লোকমুখে প্রচলিত আছে চারটি চাহিদা কখনো শেষ হবার নয়; এক, দেখার প্রতি চোখের চাহিদা, দুই, তথ্য উপাত্ত শোনার প্রতি কানের চাহিদা, তিন, বৃষ্টির প্রতি শুকনো ভূখন্ডের চাহিদা, চার, পুরুষের প্রতি নারীর চাহিদা। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে নজরের হেফাজত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মুহাম্মাদ পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.14 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. শাইখ মাহমুদ মিসরি |
অনুবাদকঃ | আল-আমিন ফেরদৌস |