নফসের গোলামী ও মুক্তির পথ pdf বই ডাউনলোড। নফসের গোলামী এই বইটি আসলেই সুন্দর এবং যুগোপযোগী একটি বই। প্রতিটি পাপের মূলে হলো নাফসের গোলামী। মানুষ যখন তার নাফ্সকে কুরআন ও সুন্নাহর লাগাম পরিয়ে নিজে মালিক হয় তখনই হয় তার নাজাত। আর যখন সে নিজে নাফ্সের গোলাম হয়ে পড়ে। তখনই তার ধ্বংস অনিবার্য।
নফসের সাথে জিহাদ করাকে সর্বোত্তম জিহাদ বলে নবী সাঃ আখ্যায়িত করেছেন। নফ্স এমন এক শত্রু ও দুশমন যে সর্বদা নিজের মাঝেই বসবাস করে সর্বপ্রকার ধ্বংসলীলা ঘটাতে থাকে।
ধর্ম ও কৃষ্টি সম্পর্কিত বিষয় নিয়ে জানতে ধর্ম ও কৃষ্টি বইটি ডাউনলোড করুন।
নফ্সের গোলামীর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকে তার ফাঁদে পড়ে দুনিয়া ও আখেরাতের জীবনের সুখ-শান্তি বিনষ্ট করছে।
নফসের গোলামীর কিছু চিত্র
১. বিদাত আবিষ্কার।
২. দলিলহীন মাজহাবের মতামতে।
৩. দলাদলি ও ফের্কাবন্দীতে।
৪. ফতোয়া ও বিধানে।
৫. সত্যকে প্রত্যাহার ও তার অনুসারীদের সাথে ঝগড়ায়।
৬. বাতিল ও তার অনুসারীদের সাহায্য সহযোগীতায়।
৭. মূর্তি ও প্রতিমা পূজায়।
৮. নেক-বুজু্র্গ ব্যক্তিদের অতিরঞ্জন ভক্তিতে।
৯. অশ্লীলতা ও অপরাধের প্রচার-প্রসারে।
১০. নফল কাজে জলদি এবং ফরজ ওয়াজিব আদায়ে অলসতা প্রদর্শন
তাই আমরা মানুষকে নফসের অনিষ্ট থেকে বাঁচার উদ্দেশ্যে বইটি পিডিএফ আকারে আপলোড দিচ্ছি।
আরও দেখুনঃ চাঁদ দেখে রোযা ঈদ pdf বই ডাউনলোড
নিচে নফসের গোলামী ও মুক্তির পথ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের নামঃ নফসের গোলামী ও মুক্তির উপায় প্রকাশকঃ উমার ফারুক আব্দুল্লাহ্ বইয়ের ধরণঃ নফসের গোলামী থেকে মুক্তির উপায় বইয়ের সাইজঃ ৩.০৫ MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ উমার ফারুক আব্দুল্লাহ্ অনুবাদঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ