নবীজীর হাসি pdf বই ডাউনলোড। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। তিনি গোটা সৃষ্টি জগতের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছিলেন। কিয়ামতের পূর্ব পর্যন্ত তারঁ রেখে যাওয়া আদর্শ সমগ্র মানব জাতির জন্য একমাত্র শান্তি ও মুক্তির রক্ষাকবচ।
মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্টীয় জীবন আন্তর্জাতিক জীবন এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য রয়েছে হযরত রাসূলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উত্তম আদর্শ।
আরও দেখুন: নব্য ফেরাউনের কারাগার pdf বই ডাউনলোড
তারঁ আদর্শঅনুসরণ করলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কল্যাণের পথেই এগিয়ে যাবে। তাই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটি অংশই উম্মতে মুহাম্মদীর জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আর এর মধ্যেই নিহিত মানব জাতির কল্যাণ ও মুক্তি। অনেকেই মনে করে থাকেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি গুরু-গম্ভীর রাশভারী।
ছিলেন। কিন্তু তাদের এটা বুঝা উচিত, যিনি পৃথিবীর সবচাইতে গ্রহণযোগ্য আধুনিক জীবন ব্যবস্থা উপহার দিয়ে গেছেন, তিনি মানব জীবনের সকল দিকে সর্বোচ্চ এবং সর্বাঙ্গ-সুন্দর দৃষ্টান্ত রেখে যাবেন সেটাই স্বভাবিক। তাই তো মানব জীবনের এমন কোন দিক বাকি নেই যেখানটাতে তারঁ পরশ পাথরের ছোঁয়া লাগেনি। তিনি জীবন যাপন করেছেন সাধারণ মানুষের মতোই।
আরও দেখুন: নন্ধিত জাতি নন্দিত গন্তব্যে pdf বই ডাউনলোড
আর সাধারণের মাঝেই তিনি অসাধারণ ছিলেন। তিনি খানা খেতেন প্রাকৃতিক প্রয়োজন তারঁ ছিলেন। তিনি বেয়ে করেছেন, সংসার করেছেন। জীবনের স্বাভাবিক ক্রিয়াকর্ম, আবেগ-অনুভূতি সবই তারঁ ছিল। দুঃখ-কষ্টের পাশাপাশি হাসি-আনন্দও তিনি অনুভব করতেন।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন দিক নিয়ে সীরাত গবেষকগণ বিস্তর গবেষণাধর্মী তত্ত্ব ও তথ্যবহুল রচনাবলী আমাদের সামনে তুলে ধরেছেন। সেই তুলনায় তারঁ হাসি আনন্দের বিষয়টি খুব সামান্যই সীরাত রচয়িতাদের নজরে এসেছে। এর অবশ্য কারণও আছে। হযরত রাসূলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সীরাত-সুরত যেহেতু উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয়।
আরও দেখুন: দুআ কবুলের গল্প গুলো pdf বই ডাউনলোড
নিচে নবীজীর হাসি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আখতার বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 4.77 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ মাওলানা আবদুল গনী তারিক অনুবাদঃ মাওলানা আহমদ আলীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ