নবীয়ে রহমত
নবীয়ে রহমত pdf বই ডাউনলোড। নবীয়ে রহমত-এর লেখকের কলম ও কলব আল্লাহ তায়ালার অনুগ্রহের শুকরিয়া হিসাবে সিজদাবনত প্রশংসামূখর যে, লেখক আস-সীরাতুন- নাবাবিয়্যার আরবী সপ্তম সংস্করন ও নবীয়ে রহমত (উর্দূ )এর তৃতীয় সংস্করন পেশ করার সৌভাগ্য লাভ করতে যাচ্ছে।
আরবীতে আস-সীরাতুন-নাবাবিয়্যার হি.১৩৯৭ (১৯৭৭ খৃঃ) সনে প্রথম প্রকাশিত হয় এবং এর সপ্তম সংস্করন প্রকাশিত হয় হি.১৪০৭ (১৯৮৭ খৃঃ) সনে দারুশ-শুরূক, জেদ্দা থেকে।
সর্বপ্রথম পাঠশালা যেখানে এ গ্রন্থের লেখক পড়াশোনা করে তা ছিল সীরাতুন্নবীর পাঠশালা। লেখক এমন বয়সে সেখানে প্রবেশ করে যখন সাধারণত শিশুদের পাঠশালায় ভর্তি করা হয় না। এটা ছিল তাঁর পারিবারিক পরিবেশের ফসল যা সে সময়ে সেখানে বজায় ছিল।
দীর্ঘকাল থেকেই সীরাত তার পারিবারিক সংস্কৃতি ও কৃষ্টির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বাড়ির প্রতিটি শিশুর জীবনকে সীরাতের রঙে রঞ্জিত করাকে জরুরী বলে মনে করা হতো।
আরও দেখুন ইসলামিক বইঃ
- আরাকানের মুসলমানদের ইতিহাস
- ফাজায়েলে আমল ১ম খন্ড pdf বই ডাউনলোড
- হাদীসের আলোকে রুজি বৃদ্ধি pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ৩য়-খন্ড pdf বই ডাউনলোড
- অভিশাপ ও রহমত pdf বই ডাউনলোড
এ পরিবারের শিশুদের সভ্য হিসাবে গড়ে তোলার পেছনে সদা ভ্রাম্যমাণ ক্ষুদ্র পাঠাগারের অবদান ছিল অসামান্য। সেখানে গদ্য-পদ্য সব ধরনের বই-পুস্তক থাকত। এরপর লেখকের জীবনে যে মহামনীসীর অবদান সবচেয়ে বেশী তিনি হলেন তার শ্রদ্ধেয় বড় ভাই ডা. হাকিম মাওলানা সায়্যিদ আব্দুল আলী রহঃ।
তাঁর প্রজ্ঞাপূর্ণ প্রশিক্ষণ, পথ নির্দেশনা ও সস্নেহ তত্ত্বাবধানে লেখক খুব অল্প বয়সেই উর্দূ ভাষায় রচিত অনবদ্য গ্রন্থসমূহ পড়ে ফেলার সুযোগ পায়। আরবী সাহিত্যের পরই ছিল উর্দূ ভাষায় সীরাতের ঐশ্বর্যপূর্ণ সমৃদ্ধ ভান্ডার সংরক্ষিত। কারণ নিকট অতীত উর্দূ ভাষায় সীরাতের ওপর যত কাজ হয়েছে অন্য কোন ভাষায় ততটা হয়নি।
এতে বর্ণিত বিভিন্ন ঘটনা দ্বারা নবীপ্রেমের বাগান সিক্ত করত। নবীর প্রতি তার প্রেম ও আবেগ-উচ্ছ্বাসকে করতো আরও সমৃদ্ধ। এ কারণেই জীবন গড়ার শিক্ষা ও প্রশিক্ষণ লাভে ও পথ নির্দেশনার ক্ষেত্রে সীরাতের মর্মস্পর্শী ঘটনাবলীর কোন বিকল্প নাই। মানুষের মন-মানসিকতার গঠন ও বিকাশে ‘কুরআন’ পাকের পর সীরাতের গুরুত্ব সবচেয়ে বেশী।
নিচে নবীয়ে রহমত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মুহাম্মদ ব্রাদার্স বইয়ের ধরণঃ রাসূল সাঃ এর জীবনী বইয়ের সাইজঃ 41.7 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহঃ অনুবাদঃ আবু সাঈদ মোহাম্মদ ওমর আলী রহঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ