নবী ইউসুফের আঃ পাঠশালা pdf বই ডাউনলোড। কিছু জিনিস আগুনে পুড়ে যায়, কিছু জিনিস বিশুদ্ধ হয়।
পবিত্র কুরআনে বর্ণিত ঘটনাগুলোর দিকে তাকালে একটা প্যাটার্ন দেখা যায়। যারা সত্যের পথে চলেন, যারা হকের সাথে আপস করেন না, যারা আর সবকিছুকে ভুলে, কোনোরকম ছাড় না দিয়ে এক আল্লাহর আনুগত্যকে আঁকড়ে ধরেন— তাঁদের পরীক্ষার মুখোমুখি হতে হয়।
এর কোনো ব্যতিক্রম নেই। এটা আল্লাহর সুন্নাহ। সিরাতুল মুস্তাক্কিমের ওপর থাকলে, তাওহিদের প্রশ্নে ছাড় না দিলে, এক সময় না এক সময় আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হবেই। এটাই নিয়ম। আল্লাহ বলেন :
মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছিলাম; আল্লাহ অবশ্যই জেনে নেবেন, কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন, কারা মিথ্যাবাদী। [সূরা আনকাবূত, ২৯ : ২-৩]।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পরকালের সম্বল pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল- ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যাদের ওপর কোনো বিপদ নিপতিত হলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। তাদের ওপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াতপ্রাপ্ত। [সূরা বাক্বারা, ০২ : ১৫৫-১৫৭]
সত্যকে স্বীকার করতে গেলে কমফোর্ট ফোন থেকে সরতে হয়। নিজের কিছু পছন্দের জিনিস ছাড়তে হয়। ছাড়তে হয় সাজানো-গোছানো, অন্য সবার মতো করে বানানো খেলাঘরের মায়া। কিন্তু বিনিময়ও পাওয়া যায়। এ পরীক্ষাগুলোর মাধ্যমে আর– রাহমান তার বাছাইকৃত বান্দাদের মর্যাদা দান করেন, সম্মানিত করেন। বিশুদ্ধ করেন। এ পরীক্ষাগুলোর মাধ্যমে আর-রাহমান তাঁদের বাছাই করে নেন যারা লাভ করবে তাঁর নৈকট্য।
পরীক্ষার মাধ্যমে আল্লাহ এ হক ও বাতিলকে আলাদা করেন, মানুষের কাছে তা স্পষ্ট করে তোলেন। পরীক্ষার মাধ্যমে আল্লাহ এ বিজয়ের উপলক্ষ প্রস্তুত করেন, আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করেন।
এই দ্বীন মহান, একমাত্র মহানেরাই একে বহনের ক্ষমতা রাখে। আর পরীক্ষার মাধ্যমেই সাধারণ আর অসাধারণের মধ্যেকার পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।
পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা মহান হয়ে ওঠেন। হক পথের বৈশিষ্ট্যই পরীক্ষা। এই পরীক্ষা বিভিন্ন মাত্রার হতে পারে। বিভিন্নভাবে আসতে পারে। কিন্তু পরীক্ষা আসবেই। নিশ্চয়ই যে পথে চলতে গেলে বাধা আসে না, যে পথ কণ্টকাকীর্ণ নয়, সে পথ দ্বীন ইসলামের পথ নয়। খুব চমৎকারভাবে এই পথের পরিচয় তুলে ধরেছেন ইমাম ইবনুল কাইয়্যিম না । কয়েকটি লাইনে ফুটিয়ে তুলেছেন চিন্তার একটি সমুদ্র।
নিচে নবী ইউসুফের আঃ পাঠশালা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইলমহাউস |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 10.09 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শাইখ আহমাদ মুসা জিবরিল |
বইয়ের অনুবাদকঃ | ইলমহাউস |