নবী করিম সাঃ চাচা আবু তালেবের নাজাত সম্পর্কে pdf বই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ঈমান গ্রহণ সম্পর্কে ইমামগণ বিভিন্ন মত পোষণ করেন। যেমন: ইমাম আহমদ ইবনে যানি দহলান (র.) হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা-পিতা ও চাচা আবু তালেবের ঈমান সম্পর্কে ‘কাউল জলী’ নামে একটি রিসালা লিখিয়াছেন, অতঃপর তিনি বলিয়াছেন।
আল্লামা মুহাম্মদ বিন রাসূল বরযী উক্ত মাসয়ালার উপর একটি রিসালা লিখিয়াছেন, যাহার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আৰু তালেব নাজাতপ্রাপ্ত হওয়াকে বহু শক্তভাবে ছাবেত করিয়াছেন এবং উহার উপর ওলামাগণের বাণী ও কোরআন হাদীসের এই রকম দলিল এবং প্রমাণাদি কায়েম করিয়াছেন, যাহা বিন্দু পরিমাণও চিন্তা করিলে দৃঢ়বিশ্বাস হইয়া যাইবে যে, আবু তালেব নিশ্চয় নাজাতপ্রাপ্ত ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
আবার সঙ্গে সঙ্গে ইহাও স্পষ্ট হইয়া যাইবে যে, আবু তালেব জাহান্নামী হওয়ার উপর যেই প্রমাণসমূহ বর্ণিত হইয়াছে উহার ছহীহ অর্থ এই রকম, যাহার মোখালিফতির মূল স্পষ্ট হইয়া যায়। ইমাম ইবনে যীনি দহলান (র.) বলিয়াছেন, আল্লামা বরযঞ্জী (র.) প্রথমে অকাট্য প্রমাণাদি দ্বারা আবু তালেবের ঈমান ছাবেত করিয়াছেন। অতঃপর তাহার নাজাত ছাবেত করিয়া বলিতেছেন-الاسلام علانية والايمان فى القلب.
অর্থাৎ- ইসলাম প্রকাশ্য এবং ঈমান অন্তরে বিরাজমান। কখনো ইহারা উভয় একত্রিত হইয়া যায়। যেমন, সেই ব্যক্তি যাহার তাহদীকে কলবী (আন্তরিক বিশ্বাস) রহিয়াছে এবং শাহাদাতাঈনের স্বীকৃতিও মুখে রহিয়াছে। আবার কখনো ইসলাম ঈমান হইতে পৃথকও হইয়া যায়। যেমন, মোনাফেক শাহাদাতাঈনের স্বীকার মুখেও করে এবং প্রকাশ্য ভাবে ইসলামী হুকুমসমূহের
নিচে নবী করিম সাঃ চাচা আবু তালেবের নাজাত সম্পর্কে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 4.25 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী |
বইয়ের অনুবাদকঃ |