নবী করীম সাঃ এর ওসীয়ত pdf বই ডাউনলোড
নবী করীম সাঃ এর ওসীয়ত তাঁর চাচাতো ভায় আলী ইবনে আবূ তালিব রাঃ এর উদ্দেশ্যেঃ
আলী ইবন আবূ তালিব রাঃ এর উদ্দেশ্যেঃ
খালিদ ইব্ন জাফর ইব্ন মুহাম্মদ রঃ… আলী ইবন আবু তালিব রাঃ থেকে বর্ণনা করেন যে, হযরত আলী রাঃ বলেন, আমাকে রাসুলুল্লাহ সাঃ বলেছেনঃ
১. হে আলী! মুসা আঃ এর কাছে হারুন আঃ এর মর্যাদা যেরূপ, আমার কাছেও তোমার মর্যাদা সেরূপ। তবে আমার পর আর কোন নবী নেই। আমি তোমাকে কিছু ওসিয়ত করি। যদি তুমি তা গ্রহণ করো, তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুত্থান করবেন ফকীহ ও আলেম রূপে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আবূ তালিব এর ইসলাম pdf বই ডাউনলোড
- গল্পে হযরত আলী রাঃ pdf বই ডাউনলোড
- কেয়ামতের আলামত pdf বই ডাউনলোড
- মুনাফিকের আলামত pdf বই ডাউনলোড
২. আলী! মুমিনের আলামত তিনটিঃ
ক> সালাত,
খ> ইবাদতে রাত জাগা
গ> দান খয়রাত করা।
৩. আলী! মুনাফিকের আলামত তিনটিঃ
ক> সে মানুষের সামনে সালাত আদায় করে মনযোগী হয়ে
খ> একা সালাত আদায় করলে তখন সে অমনোযোগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে।
গ> মজলিসে আল্লাহকে স্মরণ করে কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়।
৪. আলী! হিংসুকের আলামত তিনটিঃ
ক> সামনে চাটুকারী করে
খ> পেছনে গীবত করে
গ> দুঃখের সময় আনন্দিত হয়ে
৫. আলী! মুনাফিকের আলামত তিনটিঃ
ক> সে মিথ্যা বলে,
খ> ওয়াদা ভঙ্গ করে
গ> আমানতের খেয়ানত করে। আর উপদেশে তার কোন উপকার হয় না।
৬. আলী! যালেমের আলামত তিনটিঃ
ক> শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তৃত্ব করে,
খ> লোকের ধন-সম্পদ জোর করে ছিনিয়ে নেয়,
গ> খাদ্যবস্তুতে হালাল-হারামের পার্থ্যক্য করে না।
৭. আলী! অলসের কয়েকটি আলামত রয়েছেঃ
ক> সে আল্লাহর ইবাদতে অলসতা করে।
খ> সালাত এত বিলম্বে আদায় করে যে, তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়।
গ> অপচয় ও ত্রুটি করে।
নিচে নবী করীম সাঃ এর ওসীয়ত বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ রাসূল সাঃ এর উপদেশ বইয়ের সাইজঃ ১.৭৮ MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ মাওলানা আবুল ফজর আবদুর রহমান সৈয়ুতী অনুবাদঃ মাওলানা মোহাম্মদ রিজাউল করীম ইসলামাবাদীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ