নবী দ্রোহীদের নিদর্শন pdf বই ডাউনলোড। মানুষ সৃষ্টির সেরা জীব। তম্মধ্যে নবী-রাসূলরাই হচ্ছেন শ্রেষ্ঠতর । নবী-রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের প্রিয়নবী সাইয়্যেদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । মোটকথা তিনি হচ্ছেন সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতর। খোদার পর তাঁরই স্থান । প্রাকৃতিক নিয়মে মা আমিনা রাদিআল্লাহু তা’আলা আনহার গর্ভ হতে জন্ম নিলেও তিনি সাধারণ মানব নন। তিনি মহামানব। নূরী দেহের অধিকারী। খোদায়ী নূরের প্রকাশস্থল ।
তাঁর সাথে সাধারণ মানুষের মত আচরণও বেয়াদবি। তাঁর শান- মান ও শ্রদ্ধা-মর্যাদা অনন্য । তাই তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাথে আচরণ করতে হবে তাঁরই শান-মান অনুযায়ী শালীনতা ও শিষ্টাচারপূর্ণ । অনেক দূর্ভাগা তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মকাম না বুঝে তাঁর শানে বেয়াদবি করেছে । কিন্তু ইতিহাস তাদেরকে অন্ধকারের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
দুনিয়াতে তারা শিকার হয়েছে চরম লজ্জাজনক পরিণতির। আখিরাতেও তাদের জন্য শাস্তি অবধারিত রয়েছে। রাসূল হিসেবে তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আনিত বিধান আমাদের নিকট যেরূপ শিরোধার্য, তদ্রুপ তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জাত বা সত্ত্বাও পরম শ্রদ্ধা-ভক্তি ও সম্মানের অধিকারী। সুতরাং তাঁর শানে কোনরূপ অশালীন আচরণ কখনো মেনে নেয়া যায় না ৷
৩. হযরত আবু সা’ঈদ খুদরী রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুযূর নবীয়ে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গণীমতের মাল বন্টন করছিলেন, তখন বনী তামীম গোত্রের যুলখোয়াইসারা নামক এক ব্যক্তি বলে উঠল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ইনসাফ করুন। তখন তিনি ইরশাদ করেন, তোমার ধ্বংস হোক, কে ইনসাফ করবে যদি আমি ইনসাফ না করি । হযরত ওমর রাদিআল্লাহু আনহু আবেদন করলেন, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান ফেলে দেই।
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, না। কেননা, নিশ্চয় তার এমন অনেক সাথী রয়েছে, যাদের নামাযের তুলনায় তোমাদের আপন নামাযকে হীন মনে হবে এবং তাদের রোযার তুলনায় নিজের রোযাকে তুচ্ছ মনে করবে। তারা দ্বীন থেকে বেরিয়ে যাবে। যেমন- তীর শিকার থেকে বেরিয়ে যায় । আর সেটার বর্শায় কিছু দেখা যাবে না। এর ফলায়ও কিছু দৃষ্ট হবে না এবং কাষ্ঠেও কিছু দেখা যাবে না । এর পালকে কিছু দেখা যাবে না অথচ ঐ তীর ময়লা ও রক্ত অতিক্রম করেছে। ফিরকাবাজির উদ্ভব হলে, এসব লোক (তাতে ফুঁক দেয়ার জন্য) বের হবে।
নিচে নবী দ্রোহীদের নিদর্শন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সনজরী পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.57 MB |
প্রকাশ সাল | ২০১০ সাল |
বইয়ের লেখকঃ | শাইখ ড. তাহের আল-কাদেরী |
বইয়ের অনুবাদকঃ | মুহাম্মাদ আবদুল মজিদ |