নবী পরিবার মধ্যে প্রশংসা বিনিময় pdf বই ডাউনলোড। মহান আল্লাহ বিশ্বমানবতার জন্য সর্বশেষ ও একমাত্র জীবন আদর্শ হিসেবে ইসলামকে মনোনীত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দ্বীন সমগ্র বিশ্বের মানুষের দূয়ারে পৌছেঁ দেয়ার এক মহান দায়িত্ব কাধেঁ নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন।
তাবলীগে দ্বীন তথা দ্বীনের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম যে কর্মসূচী হাতে নিয়েছিলেন তা ছিল, আদর্শ মানুষ তৈরি। এ কর্মসূচী বাস্তবায়ন করে তিনি পার্থিব জীবনের মোহমুক্ত হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় আখিরাতমুখী জীবনযাপনে অভ্যস্ত, অকুতভয়।
আরও দেখুনঃ প্রবন্ধ ত্রয়ী pdf বই ডাউনলোড
একনিষ্ট এক সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। পারস্পারিক সম্পর্কের ক্ষেত্রে সাহাবীগণের সে বাহিনীর অনুপম বৈশিষ্ট্য ছিল, কাফিরদের ব্যাপারে কঠোর ও নিজেদের ব্যাপারে দয়া পরবশ। তারাঁ ছিলেন, সীসা ঢালা প্রচীরের ন্যায়। তাদেঁর ভ্রাতৃত্বের তুলনা ছিল,একই দেহের ভিন্ন ভিন্ন অংঘ।
অপর ভাইকে অগ্রাধিকার প্রদান ও ভালবাসার ক্ষেত্রে এমন এক অপুপম দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন মানব ইতিহাসে যার দ্বিতীয় কোন উদাহরণ পাওয়া যায় না। শিয়া-সুন্নী বিরোধ বর্তমান বিশ্বে মুসরিম উম্মাহর ঐক্যের ক্ষেত্রে বড় বাধা স্বরূপ।
আরও দেখুনঃ আবু বকর (রাঃ)-এর মৃত্যু কালীন অছিয়ত
শিয়া ও সুন্নী বিরোধের কোন ভিত্তি নেই। ইসলামের শত্রুরা মুসলমানদেরকে বিভিন্ন দলে-উপদলে বিভক্ত করে রাখার উদ্দেশ্যে কিছু বানোয়াট, মিথ্যা ও উল্লেখযোগ্য নয় এমন প্রসংগকে বড় করে দেখানোর মাধ্যমে তাদের সে ষড়যন্ত্র বাস্তবায়ন করে চলেছে। অথচ কেউ শিকড় সন্ধান তাদেঁর পারস্পারিক সম্পর্ক কেমন ছিল সামান্য চিন্তা করলেই যে কোন বিবেক সম্পন্ন মানুষ বুঝতে পারবেন,।
তাদেঁর কোন ধরণের বিরোধ তো ধুরের কথা সামান্য মনোমালিন্যও ছিল না পরস্পরকে ভালবাসা তারাঁ অন্যতম ইবাদত মনে করতেন। আর ইবাদাতের ক্ষেত্রে প্রতিযোগিতা করাই ছিল তাদেঁর বৈশিষ্ট্য। আন্তরিকতার চরম পরাকাষ্ঠা দেখিয়ে একে অন্যকে কতটুকু ভালবাসতে পারে এটাই ছিল তাদেঁর কাছে বিবেচ্য।
আরও দেখুনঃ নাস্তিকের মনস্তত্ত্ব pdf বই ডাউনলোড
নিচে নবী পরিবার মধ্যে প্রশংসা বিনিময় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ খানকাহ ই-খাস মুজাদ্দেদীয়া বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 2.1 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃ মুহাম্মাদ রুহুল আমিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ