নবী রসূলগণের দাওয়াতের পদ্ধতি pdf বই ডাউনলোড। দাওয়াত ইল্লাল্লাহ তথা আল্লাহর দিকে দাওয়াতের ফজিলত ও গুরুত্ব অনেক। কারণ, ইহা নবী-রসূলগণের কাজ। আর তারাঁই হলেন সৃষ্টির সেরা ও আল্লাহর নিকট সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি। আল্লাহ তায়ালা তাদেরঁকে মানুষের হেদায়েতের জন্য নির্বাচন করেন। আর আলেমগণ নবী-রসূলদের জ্ঞান ও দাওয়াতের উত্তরসূরী। দাওয়াত ইলাল্লাহর কাজের দ্বারা আহব্বানকারীদের সম্মান ও মর্যাদা অনেক বৃদ্ধি পায়। আল্লাহ তআলা বলেন:- অর্থাৎ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম পূর্ণ আত্মসমর্পণকারী তার কথা অপেক্ষা উত্তর কথা আর কার হতে পারে? (সূরা হা-মীম সেজদাহ:৩৩)।
আল্লাহ আয়ালা বলেন: বলুন, এই আমার পথ। আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই-আমি এবং আমার অনুসারীরা। আর আল্লাহ মহা পবিত্র এবং অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। (সূরা ইউসুফ: ১০৮) ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব pdf বই ডাউনলোড
- দাওয়াতের নববী উসুল pdf বই ডাউনলোড
- আল্লাহর দিকে রাসূল এর দাওয়াতের নমুনা pdf বই
- দাওয়াত তাবলীগের পদ্ধতি pdf বই ডাউনলোড
- ১২ টি মাদানী কাজ pdf বই ডাউনলোড
আল্লাহ তায়ালা বলেন: আপনার প্রতিপালকের পথের প্রতি দাওয়াত করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উত্তম উপদেশ শুনিয়ে এবং তাদের সঙ্গে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তাই ঐ ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছেন, যে, তারঁ পথ থেকে কে ভ্রষ্ট হয়ে গেছে এবং তিনিই ভাল জানেন তাদেরকে যারা হেদায়েত লাভ করেছে। (সূরা নাহল: ১২৫)।
আল্লাহ তাআলা আর বলেন: যে রসূল!! তাবলীগ প্রচার করুন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তারঁ পয়গাম কিছুই পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেকে পথ প্রদর্শন করেন না। (সূরা মায়েদাহ: ৬৭)।
রসূলুল্লাহ সাঃ বলেন:- আল্লাহর শপথ ! যদি তোমার দ্বারা একজন মানুষও হেদায়েত লাভ করে তাহলে উহা একটি লাল উটের চেয়েও উত্তম। (বুখারী)। নবী করীম সাঃ আরো বলেন: হুযাইফা ইবনে ইয়ামান রহ. হতে বর্ণিত, তিনি বলেন: রসূলুল্লাহ কে মানুষ কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত। আর অকল্যাণ আমাকে পেয়ে বসবে এ ভয়ে আমি জিজ্ঞাসা করতাম। অনিষ্ট-অকল্যাণ সম্পর্কে। আমি বললাম হে আল্লাহর রসূল! আমরা জাহেলিয়াত ও অনিষ্টকর যুগে ছিলাম।
আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের কল্যাণে এনেছেন। আচ্ছা এ মঙ্গলেল পর আবারও কি অমঙ্গল আসবে? রাসূল সাঃ বললেন: হ্যাঁ, আমি আবার বললাম আচ্ছা এ অনিষ্টর পর আবারও কি কল্যাণ আসবে? তিনি রসূল সাঃ বললেন: হ্যাঁ, কিন্তু তাতে ধোঁয়া থাকবে। আমি বললাম: ধোঁয়া আবার কি? রসূল সাঃ বললেন: ধোঁয়া হলো, এমন এক জাতির আবির্ভাব ঘটবে যারা আমার হেদায়েত পরিহার করে অন্যদের হেদায়েদ গ্রহণ করবে।
নিচে নবী রসূলগণের দাওয়াতের পদ্ধতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.12 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল মাদানী |
অনুবাদঃ |