নাজাতদাতা কে যীশু না ঈশ্বর pdf বই ডাউনলোড। নাজাত কোন পথে, মুক্তি কোন পথে- এই প্রশ্নটা অনেকেই করে থাকেন । কেউ বলছেন- ঈসা মসিহ নাজাতদাতা, কেউ বলছেন- না, একমাত্র আল্লাহই মুক্তিদাতা নাজাতদাতা। আবার কেউ কেউ বলছেন অন্য কারো কথা।
যারা একথা বিশ্বাস করেন যে আল্লাহ আছেন, পরকাল ও স্বর্গ-নরক বিশ্বাস করেন, এইরূপ ধর্মভীরু মানুষ খুঁজে বেড়ান প্রকৃত মুক্তি কোন জিনিসে, কী করলে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে, স্বর্গ লাভ করা যাবে। কী হবে এর সমাধান? এই পৃথিবীতে একদল মানুষ আছে, যারা বিশ্বাস করে আল্লাহ, ঈশ্বর, ভগবান বলে কোনো একজন আছেন। আর একটি দল! আল্লাহ, ঈশ্বর বা ভগবান বলে একজন সৃষ্টিকর্তা আছেন, এ বিশ্বাসটুকুই তারা করতে চায় না ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রমজান মাস pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
পৃথিবীর সমস্ত মানুষ এক আদমের বংশধর। তার মানে আমরা এই পৃথিবীর সমস্ত মানুষ একই পরিবারের অন্তর্ভুক্ত। সেই হিসেবে সকল মানুষের একটাই পরিচয় হওয়ার কথা, একই ঠিকানা, একই উদ্দেশ্য, একই সৃষ্টিকর্তার একই ধর্ম একই নিয়ম হওয়াই উচিত। পৃথিবীর সৃষ্টির ইতিহাস, মানব সৃষ্টির ইতিহাস, সৌরমন্ডলের ইতিহাস, এই সমস্ত সৃষ্টির ইতিহাস আমরা জানতে পারি ধর্মগ্রন্থগুলো থেকে।
হ্যাঁ, যিনি এই সমস্ত সৃষ্টি করেছেন তিনিই এসব বিষয়ে ভালো বলতে পারবেন এটাই স্বাভাবিক। তাই প্রথম বের করতে হবে এসব কিছু কে সৃষ্টি করেছেন? সৃষ্টির উদ্দেশ্য কী? এবং তাঁর সেই উদ্দেশ্য কীভাবে বাস্তবায়ন হবে, কোন জিনিসে আমাদের মুক্তি? কে আমাদের মুক্তিদাতা, নাজাতদাতা? কোন কর্মের মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
কুরআন ও বাইবেল থেকে, বাইবেলের ইতিহাস গ্রন্থ এবং ইসলামি ফাউন্ডেশনের ইজহারুল হক বই থেকে বিচার বিশ্লেষণের মাধ্যমেই এই বিষয়গুলো আলোচনায় এসেছে এই কিতাবে। আমরা যদি ধর্মগ্রন্থগুলো দেখি তবে দেখা যায় মহান সৃষ্টিকর্তার মূল যে কথা তা এক।
তাহলে কেন আমাদের মধ্যে এত হানাহানি, এত ভেদাভেদ! আসুন আমরা সকলে মিলে মূল বিষয়গুলোকে আঁকড়ে ধরে একসাথে সরল পথের অনুসন্ধান করি যাতে করে পৃথিবীতে শান্তি নেমে আসে। মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি যেন মানুষ তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে এবং তাঁর উপাসনা করে চিরস্থায়ী মুক্তির বা Activ নাজাতের পথ পেয়ে যায়। আমিন।
নিচে নাজাতদাতা কে যীশু না ঈশ্বর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সাল | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | দায়ী মুশফিকুর রহমান |
বইয়ের অনুবাদকঃ |