নাবালক ছেলের ইমামতের বিধান pdf বই ডাউনলোড। সাবালক হয়নি যারা, তারা নাবালক। সাবালক হওয়ার নিদর্শন : স্বপ্নদোষ হওয়া, (২) নাভির নিচের পশম গজানো, (৩) সাবালক হওয়ার বয়স তথা পনের বছর পূর্ণ হওয়া। এ তিনটি আলামতের যে কোন একটি দ্বারা নাবালক ছেলেরা সাবালক হয়। যাদের পনের বছর পূর্ণ হয়নি বা যাদের মধ্যে সাবালক হওয়ার কোন আলামত দেখা যায়নি, এ নিবন্ধে শরিয়তের পরিভাষা মোতাবেক তাদেরকে নাবালক বলা হয়েছে।
নাবালক ছেলে যদি বুঝের বয়সে উপনীত হয়, যদি সে ভালোমন্দ বুঝে, সালাতের আহকাম জানে ও বিশুদ্ধভাবে সালাত আদায়ে সক্ষম হয়, তাহলে তার ইমামত দুরস্ত আছে। জুমার সালাতেও সে ইমামতি করতে পারবে। দলিল আমর ইবন সালামার হাদিস, ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন: যখন ফাতহে মক্কা সংঘটিত হল, প্রত্যেক কওম ইসলাম গ্রহণ করার জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জিহাদের ইসলামী নীতি pdf বই ডাউনলোড
- বিবাহ একটি উত্তম বন্ধুত্ব pdf বই ডাউনলোড
- বিবাহ একটি উত্তম বন্ধুত্ব pdf বই ডাউনলোড
- আখেরাত বই pdf ডাউনলোড
- কবর জিয়ারত pdf বই ডাউনলোড
আমার পিতা আমার সম্প্রদায়ের লোকদের নিয়ে দ্রুত ইসলাম গ্রহণ করলেন, তিনি ফিরে এসে বললেন: আমি তোমাদের নিকট সত্য নবীর কাছ থেকে এসেছি। তিনি বলেছেন: তোমরা অমুক সময় অমুক সালাত আদায় কর, আর অমুক সময় অমুক সালাত আদায় কর। যখন সালাতের সময় হয় তখন যেন তোমাদের কেউ আযান দেয়, এবং তোমাদের মধ্যে অধিক কুরআনধারী ব্যক্তি যেন ইমামত করে।
তারা নজর দিয়ে দেখল, আমার চেয়ে অধিক কুরআনধারী কেউ নেই, কারণ আমি পথিকদের থেকে কুরআন গ্রহন করতাম। তারা আমাকে তাদের সামনে অগ্রসর করে দিল ইমামতের জন্য আমি তখন ছয় অথবা সাত বছরের ছেলে। আমার গায়ে ছিল ডোরা-কাটা চাদর, যখন আমি সেজদায় যেতাম, তা গুটিয়ে ওপরে ওঠে যেত। গ্রামের এক মহিলা বলল: তোমাদের ইমামের নিতম্ব আমাদের থেকে তোমরা আড়াল কর।
ফলে তারা কাপড় খরিদ করে আমাকে একটা জামা তৈরি করে দিল, আমি সে জামা পেয়ে এতো খুশি হয়েছি, কোন জিনিসের কারণে কখনো সেরূপ খুশি হয়নি। বুখারি: (৪৩০২) আবু দাউদ: ৫৮৫, নাসায়ি: ২/৮২. নাসায়িতে রয়েছে, আমি তখন আট বছরের ছেলে। আবু দাউদে রয়েছে, আমি তখন সাত অথবা আট বছরের ছেলে। শাওকানি রাহিমাহুল্লাহ নাইলুল আওতার গ্রন্থে বলেছেন: তারা আমাকে তাদের সামনে অগ্রসর করল বাণী থেকে নাবালক ছেলের ইমামতের বৈধতা প্রমাণিত হয়।
অপর দলিল আবু মাসউদ আনসারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: অধিক কুরআনধারী ব্যক্তি লোকদের ইমামত করবে; যদি তারা তিলাওয়াত বরাবর হয়, তাহলে তাদের মধ্যে যে সুন্নতে পারদর্শী সে; যদি তারা সুন্নতে বরাবর হয়, তাহলে তাদের মধ্যে যে হিজরতে অগ্রগামী সে; যদি তারা হিজরতে বরাবর হয়, তাহলে তাদের মধ্যে যে বয়সে বড় সে; আর কোন ব্যক্তি অপর ব্যক্তির কর্তৃত্বে ইমামত করবে না; কোন ব্যক্তি অপর ব্যক্তির বিছানায় তার অনুমতি ব্যতীত বসবে না। মুসলিম ;(১০৮৪)।
নিচে নাবালক ছেলের ইমামতের বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সালাত সম্পর্কিত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | ২০১১ |
বইয়ের লেখকঃ | সানাউল্লাহ নজির আহমদ |
অনুবাদঃ |