নামাজের ভুলত্রুটি pdf বই ডাউনলোড। নামাজ হলো মুমিনের সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ ইবাদত। কাজ যত দামি হবে, তার ভুল-ত্রুটিগুলো তত মারাত্মক হবে। আর নামাজ যেহেতু আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক বৃদ্ধির এবং তাঁর নৈকট্যপ্রাপ্তির অন্যতম উপায়, তাই শয়তান আপ্রাণ চেষ্টা করে, নামাজ থেকে কীভাবে বান্দার মনোযোগ সরিয়ে তাকে বিভিন্ন ভুল-ত্রুটিতে লিপ্ত করা যায়। কখনো এতে নামাজ অসম্পূর্ণ থেকে যাবে, আবার কখনো তা পুরোপুরি নষ্টই হয়ে যাবে।
নামাজের কিছু কিছু ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয়। কিন্তু কী কী কারণে সাহু সিজদা ওয়াজিব হয় এটা না জানার কারণে অনেকেরই নামাজ অসম্পূর্ণ থেকে যায়। নামাজে ভুল হওয়া স্বাভাবিক। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ভুলের মাধ্যমেই আমরা সাহু সিজদার মাসআলা জানতে পেরেছি। কিন্তু এই ভুল সংশোধনের পদ্ধতিও তো জানা থাকা আবশ্যক। এমনইভাবে কিছু কিছু ভুলে নামাজ মাকরুহ হয়, এমনকি ভেঙেও যায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুবনজয়ী নারী pdf বই ডাউনলোড
- ফররুখ আহমদ জীবনও সাহিত্য pdf বই ডাউনলোড
- আরবি সাহিত্যে ইসলামি ভাবধারা pdf বই ডাউনলোড
- আধুনিক আরবি ব্যাকরণ pdf বই ডাউনলোড
- অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন,
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى (۱۳) وَ ذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى (۱۵)
‘নিশ্চয় সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে, এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে।’
এতাই প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক হলো, পরিপূর্ণ মনোযোগের সাথে নামাজ আদায় করা। কিন্তু এতৎসত্ত্বেও নামাজে কোনো ভুল হয়ে যাওয়া অস্বাভাবিক নয়।
স্বয়ং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা হয়েছে। এর মধ্য দিয়ে নামাজে ভুলের ক্ষেত্রে করণীয় সম্পর্কে নির্দেশনা আমরা স্বয়ং তাঁর আমলের মাধ্যমেই লাভ করেছি; তেমনি এও জানা গেছে যে, নামাজ যত মনোযোগ সহকারেই পড়া হোক, তাতে কখনো ভুল হয়ে যেতে পারে।
নামাজের কিছু ভুল এমন, যা নামাজ ভেঙে দেয়, ফলে নামাজ পুনরায় পড়তে হয়। কিছু ভুল এমন রয়েছে যা নামাজ ভাঙে না, তবে নামাজকে অসম্পূর্ণ করে দেয়। আবার কিছু ভুল রয়েছে, যার কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়; শেষ বৈঠকে সালাম ফিরিয়ে সিজদায়ে সাহু করে নিলেই নামাজ হয়ে যায় ।
নিচে নামাজের ভুলত্রুটি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | উমেদ প্রকাশ |
বইয়ের ধরণঃ | নামাজ বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 13.55 MB |
প্রকাশ সাল | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | তানজীল আরেফীন আদনান |
বইয়ের অনুবাদকঃ |