নামাজ কেন কবুল হয় না
নামাজ কেন কবুল হয় না pdf বই ডাউনলোড। আল্লাহর অশেষ মেহেরবাণী নামায কেন কবুল হয় না পুস্তিকাটি নামায সম্পর্কে জানতে আগ্রহী মুসলমান ভাইবোনদের হাতে তুলে দিতে পারছি। নামায হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ্ রাসূলুল্লাহ (সাঃ) বলেন তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখ সেই ভাবেই নামায় আদায় কর।
হযরত ওমর (রা.) বলেন যার নামায ঠিক তার সবই ঠিক। নামায সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চই নামায অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। ইমাম ইবনে জারীর (র.) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যে ব্যক্তি নামায পড়ে অথচ তার নামায তাকে অশ্লীল ও নিষিদ্ধ কাজে থেকে বিরত রাখতে পারে না। সেই নামায দ্বারা সে আল্লাহর কাছে থেকে দূরুত্ব ও অভিশাপ ছাড়া কিছুই অর্জন করতে পারে না।
আরও দেখুনঃ ২৪ ঘন্টায় রাসূলের ১০০০ সুন্নাত pdf বই
কিন্তু আজ আমাদের মাঝে একজন নামাযী নামাযও পড়েছে অন্যদিকে অশ্লীল কাজেও জড়িত হচ্ছে । তাহলে আমরা বুঝতে পারি তার নামায যথাযথভাবে আদায় হচ্ছে না। আর না হওয়ার কারন হল, বাহ্যিক পবিত্রতার সাথে সাথে অভ্যন্তরীণ পবিত্রতাও দরকার।
নামাযের আরবী শব্দ সালাত। সালাত ও আভিধানিক অর্থ দোয়া করা ক্ষমা চাওয়া কারো গুণগান ও পবিত্রতা বর্ণনা করা কারো দিকে মূখ করা, অগ্রসর হওয়া এবং নিকটবর্তী হওয়া কুরআনের পরিভাষায় নামাযের অর্থ হল আল্লাহর দিকে মনোযোগ দেওয়া তার দিকে অগ্রসর হওয়া, তার কাছেই চাওয়া এবং নিকটবর্তী হওয়া। শরীয়তের উহার অর্থ এক বিশেষ পদ্ধতিতে আল্লাহর গুণগান করা যাতে রুকু, সিজদাহ রয়েছে।
আরও দেখুনঃ নামাজ ও সমাজ pdf বই
ইবাদত মানুষের স্বভাবে প্রোথিত এবং নামায তার উপযোগী ইবাদত। নামায বান্দার জন্য আল্লাহর দেয়া শ্রেষ্ট উপহার বিশ্বাসের দলীল, পূণ্য কাজের মূল, সর্বোত্তম ইবাতদ, বিশ্বাসী ও অবিশ্বাসীদের মাঝে পার্থক্য নির্ণয়কারী, মুক্ত ও নাজাতের পূর্বশর্ত এবং ঈমানের অতন্দ্র প্রহরী।
এ পুস্তিকায় আমরা অভ্যন্তরীণ পবিত্রতার কথাই মূলত আলোচনা করছি। যারা অভ্যন্তরীণ পবিত্রতার সাথে নামায আদায় করতে চান তাদের কিছুটা হলেও উপকার যদি আমার ও পুস্তিকায় হয় তাহলে আমি আমার শ্রম সার্থক মনে হবে।
আরও দেখুনঃ ঈমানী দুর্বলতা pdf বই
নিচে নামাজ কেন কবুল হয় না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ভুইঁয়া প্রকাশনী বইয়ের ধরণঃ নামাজ বিষয়ক বইয়ের সাইজঃ 2.43 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ মাওলানা আতিকুর রহমান ভুইঁয়া অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ