নামাযে খুশু pdf বই ডাউনলোড। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি এই মহাবিশ্বের প্রভু; যিনি পবিত্র কোরআনে গোষণা করেনঃ আর আল্লাহর সামনে দাড়াঁও একান্ত আদবের সাথে। (2:২৩৮) রাব্বুল আলামীন আরও বলেনঃ ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন।
কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব যারা এ কথা খেয়াল রাখে যে, তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় পরওয়ারদেগারের এবং ফিরে যেতে হবে তারঁই দিকে। (২:৪৫) ।
আরও দেখুনঃ নামায অমান্য অবহেলাকারীর ভয়াবহ শাস্তি pdf বই
ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারিক স্তম্ভ হল নামায এবং খুশু হল শারিয়াহ কর্তৃক স্বীকৃত একটি আবশ্যকিতা। আল্লাহর শত্রু ইবলিস যখন আদম আঃ কে পথভ্রষ্ট এবং প্রলুব্ধ করার শপথ নেয় তখন সে ইবলিস বলেছিলঃ এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। (৭:১৭)।
উন্নয়নের ৩৩টি উপায়।
শয়তানের অন্যতম প্রধান ষড়যন্ত্র হলো যে কোন প্রকারে মানুষকে নামায থেকে ফিরিয়ে রাখা এবং নামাযের সময় তাদেরকে বিভ্রান্ত করা যাতে তারা ইবাদতের মূল আনন্দ এবং পুরস্কার থেকে বঞ্চিত হয়। আমাদের নামাযের সাথে যখন খুশু সরাসরি সম্পর্কযুক্ত হয় তখন শয়তানের প্রথম কাজিই হয় নামাযের খুশু থেকে ভুলিয়ে ভালিযে সরিয়ে দেওয়া এবং শেষ কাজ হয় নামায থেকে বিরত রাখা।
আরও দেখুনঃ কেন ইসলাম থেকে দুরে সরে যাচ্ছে pdf ডাউনলোড
বলা হয় যে এমন নামাযী লোকও থাকবে যার মাঝে ভালত্বের লেশ নেই এবং মসজিদে ঢুকে দেখা যাবে সেখানে কারোও মাঝে খুশু নেই। (আল মাদারিজ, ইবনুল কাইয়্যেম,১/৫২১)।
সুতরাং নামাজের মানুষের নিজের অবস্থান সম্পর্কে জানা,শয়তানের ওয়াসওয়াসার ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক হওয়া এবং সে জন্য খুশু নষ্ট হয়ে যায়।
সে বিষয়ে সুষ্পষ্টভাবে একটি আলোচনা অতীব প্রয়োজন। আল্লাহ সুবহানাহু তায়ালা বলেনঃ মুমিনগণ সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের নামাযে বিনয়-নম্র । (২৩:১-২) অর্থাৎ তারাঁ আল্লাহকে ভয় করে এবং নামাযে শিষ্টতা বজায় রাখে। খুশুর অর্থই হল স্থির, প্রশান্ত,চুপচাপ,গাম্ভীর্যপূর্ণ, বিনীত এবং নম্র। একজন লোকের খুশু আছে এর অর্থ হলো সে আল্লাহকে ভয় করে এবং অন্তরে এটা অনুভব করে যে আল্লাহকে সে দেখছে।
আরও দেখুনঃ মুক্তবাসিনী ১ম খন্ড pdf বই ডাউনলোড
নিচে নামাযে খুশু pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সালাত বিষয়ক বইয়ের সাইজঃ 2.51 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ শেখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ অনুবাদঃ মোঃ আজাবুল হকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ