নারী পুরুষের ছালাতের পার্থক্য pdf বই ডাউনলোড। কতিপয় আলেম বিভিন্ন অগ্রহনযোগ্য বর্ণনা দ্বারা নারী-পুরুষের ছালাতে মাঝে পদ্ধতিগত কিছু পার্থক্য নিরূপণের চেষ্টা করেন। বঙ্গানুবাদ বেহেশতী জেওর গ্রন্থে ২২টি পার্থক্য উল্লেখ করা হয়েছে। ভারতের প্রখ্যাত আহলেহাদীছ শায়খ, মুনাযির আনওয়ারুল হক ফায়যী, বলেন, দেওবন্দীগণ পুরুষ ও মহিলার ছলাতের পদ্ধতিগত প্রায় এক ডজন পার্থক্য করেছেন।
কিন্তু কুরআন-সুন্নাহ, এমনকি কোন ছাহাবী থেকেও বিশুদ্ধ সূত্রে তার প্রমাণ পেশ করতে পারেননি; বরং তা কুরআন-সুন্নাহর পরিপন্থী। তাই ছালিহ আল-ফাওযান, আব্দুল আযীয আলে আশ-শায়খ ও ইবনু বায প্রমুখাদি সৌদী ফাতাওয়ার কমিটির মুফতীগণ বলেন, পুরুষ ও মহিলার ছলাতে পদ্ধতিগত কোন পার্থক্য নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আযান ও ইক্বামত বিভ্রান্তি নিরসন pdf বই ডাউনলোড
- ছালাতুর রাসুল ছাঃ pdf বই ডাউনলোড
- মহিলাদের নামাজ pdf বই ডাউনলোড
- অলসতা করে নামায বর্জন pdf বই ডাউনলোড
- বৈজ্ঞানিক মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
নূহ হানাফীর প্রিয়তম পুস্ত্র বিশ্ব বরেণ্য মুহাদ্দিস নারিুদ্দীন আলবানী আছলু ছিফাতি ছলাতিন নাবী সাঃ এর গ্রন্থের উপসংহারে বলেন, নবী সাঃ- এর ছলাতের যে বিবরণী ও পদ্ধতি উল্লেখ করা হল এতে নারী-পুরুষ সবাই সমান।
ঐ সকল পদ্ধতির কিছু অংশকেও নারীদের স্বাতন্ত্র্য রয়েছে এ দাবঈর স্বপক্ষে কুরআন ও সুন্নাহতে কিছুই উদ্বৃত হয়নি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তোমরা ঐভাবে ছলাত আদায় করে যেভাবে আমাকে ছলাত আদায় করতে দেখেছ-এ বাণীর সাধারণ ভঙ্গী তাদেরকেও শামিল করে।
ইমাম আবূ হানীফার উস্তাদ হাম্মাদ, তারঁ উস্তাদ দেওবন্দীদের শিরোমণি ইবরাহীম নাখাঈ থেকে বিশুদ্ধ সুত্রে বর্ণিত, তিনি বলেন, মহিলা ছলাতে ঐভাবে বসবে যেভাবে পুরুষ বসে। মুহতারাম শায়খ আনওয়ারু হক্ব ফায়যী আরো বলেছেন, ছলাতে যে সব বিষয়ে মহিলারা স্বতন্ত্র অত্র শিরোনামে দেওবন্দী ছাহেব নারী-পুরুষের ছলাতে ১৩টি পার্থক্য উল্লেখ করেছেন।
এটা ইবনে নুজাইম মৃতু ৯৭০ হিঃ-এর মত। আর যায়লাঈ হানাফীর ১০টি বিষয়ে পার্থক্য রয়েছে ৮ এই যায়লাঈ নাছবূর রায়াহ গ্রন্থের লেখক নন; বরং তিনি তাবয়ীনুল হাক্কাইক গ্রন্থের প্রণেতা মৃত্যু ৭৮৩ হিঃ। এই যালাঈ দাবী করেছেন ১০টি, আর মাত্র একটি বিষয়ে সনদ বিহীনভাবে যঈফ-মুরসাল হাদীছ পেশ করেছেন ।
আর ইবনু নুজাম হানাফী ১৩টি দাবী করে অত্র যঈফ হাদছি ব্যতীত কোন হাদী-ই উল্লেখ করেননি। অকালে আহনাফ, আমনি ছফদর দেওবন্দী বলেন, ইমাম বুখারী মৃত্যু ২৫৬ হিঃ। এখানে এ হাদীছ কেবলমাত্র সনদবিহীন ভাবে উল্লেখ করেছেন । সারফরায খান দেওবন্দী বলেন, ইমাম বুখারী স্বপক্ষে দলীল প্রমাণ করতে গিয়ে এসব আছার হাদীছ-এর সনদ পেশ করেন নি। আর সনদ বিহীন কথা দলীল হতে পারে না।
নিচে নারী পুরুষের ছালাতের পার্থক্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সালাত সম্পর্কিত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.01 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |