নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি pdf বই ডাউনলোড । জ্ঞানার্জনের কোনো বিকল্প ইসলামে নেই। সুতরাং ইসলাম জ্ঞানের আলোকবর্তিকা দিকে দিকে ছড়িয়ে দিতে শুরু করে। ফলে ইসলাম জ্ঞান-বিজ্ঞানে অগ্রসর হতে থাকে। ইসলামের প্রাথমিক যুগে জ্ঞানচর্চার যে প্রবাহ শুরু হয়, নারীরাও সেখানে শামিল হয়েছিল।
পরবর্তীতে আববাসীয় ও উমাইয়্যা যুগে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। ইসলাম নারী-পুরুষের মধ্যে কোনো পার্থক্য না করে উভয়কে সমভাবে জ্ঞানার্জনের আদেশ দিয়েছে। কুরআনের নির্দেশও তাই।
আরও দেখুন:নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা pdf বই ডাউনলোড
কুরআন সকল পাঠককেই আদেশ করছে পড়তে, চিন্তা গবেষণা করতে,অনুধাবন করতে, এমনকি বিশ্ব প্রকৃতির মাঝে লুক্কায়িত বিভিন্ন নির্দশন থেকে শিক্ষা গ্রহণ করতে। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রথম যে ওহী নাযির তার প্রথম শব্দ ছিল ইকরা অর্থাৎ পাঠ কর। এখানে স্ত্রী-পুরুষ সকলকেই পাঠ করতে বলা হয়েছে। সুতরাং জ্ঞানার্জন শুধুমাত্র পুরুষের জন্য সীমাবদ্ধ করা হয়নি।
পুরুষেণর মত নারীকেও জ্ঞানার্জনের পূর্ণ অধিকার দেয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম-নর-নারীর জন্য জীবনব্যাপী জ্ঞানের সাধনা করার নির্দেশ দিয়েছেন। তাই আমাদের উচিত সর্বদা জ্ঞানার্জনে ব্রতী থাকা এমনকি তিনি ত্রুীতদাসীদেরকেও শিক্ষার সুযোগ দেয়ার নির্দেশ দান করেছেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার আসরে যোগ দিতেন।
আরও দেখুন: দুআ কবুলের গল্প গুলো pdf বই ডাউনলোড
বদর যুদ্ধে বন্দীদের শর্ত দেয়া হয়েছিল যে, তাদের মধ্যে যে কেউ দশজন মুসলিমকে বিদ্যা শিক্ষা দিবে তাদের প্রত্যেককেই বিনা মুক্তিপণে ছেড়ে দেয়া হবে। ইসলামে পার্থিব শিক্ষা লাভ করার জন্য নারীকে শুধু অনুমতিই দেয়া হয়নি; বরং পুরুষের শিক্ষা-দীক্ষা যেমন প্রয়োজন মনে করা হয়েছে, নারীদের শিক্ষা-দীক্ষাও তদ্রুপ মনে করা হয়েছে।
আয়েশা রাঃ এবং অন্যান্য উচ্চ শিক্ষিত মহিলারা শুধু নারীদের নয়, পুরুষদেও শিক্ষয়িত্রী ছিলেন। সাহাবী,তাবেয়ী এবং প্রসিদ্ধ পন্ডিত তাদেঁর নিকট হাদীস তাফসীর ও ফিকহ শাস্ত্র অধ্যায়ন করতেন। অতএব, শিক্ষা ক্ষেত্রে ইসলাম নারী-পুরুষের মধ্যে কোনো পার্থক্য করে নি।
আরও দেখুন: দুআ কবুলের গল্প গুলো pdf বই ডাউনলোড
নিচে নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.32 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ ড. মো: আব্দুল কাদের অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ