নারী সাহাবীদের ঈমানদীপ্ত
নারী সাহাবীদের ঈমানদীপ্ত pdf বই ডাউনলোড। নারী সাহাবী গ্রন্থে যে মহীয়সী নারীদের জীবন আলোচিত হল, তারা হলেন- প্রিয় নবীর দুধমা হালীমা, নবীজীর ফুফু ছফিয়্যাহ, প্রিয় নবীর কন্য ফাতিমাতুয যাহরা, আবু বকর রাযি. এর কন্যা আসমা, নাসীবা আল মাযেনিয়্যা, আবু সফিয়ানের কন্যা উম্মে হাবীবা, হযরত গুমাইছা ও উম্মে সালমা রাযিয়াল্লাহু আনহুন্না।
দুধমা হযরত হালীমার জীবনীতে প্রিয় নবীর মা স্বয়ং আমেনার জবানীতে দেখা যাবে গর্ভধারণ ও প্রসবকালীন সময়ে নবীজীর অলৌকিক ঘটনাবলী। মা হালীমার কাছে তারঁ শৈশবের,দুধপান সময়ে বিস্ময়কর ও বরকতময় ব্যাপারগুলো থেকে জানা যাবে ভবিষ্যত শ্রেষ্ঠনবীর পূর্বাভাষ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুল সংশোধন pdf বই ডাউনলোড
- আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড
- আহকামে কুরবানী pdf বই ডাউনলোড
- জাহান্নামের বর্ণনা pdf বই ডাউনলোড
- ইসলামের প্রথম খলীফা pdf বই ডাউনলোড
নবীজীর ফুফু ছফিয়্যার জীবনীতে দেখা যাবে নবী বংশের এক দুঃসাহসী নারীকে। ইতিহাসের প্রথম মুসলিম নারী যিনি আক্রমণে উদ্যত এক মুশরিককে হত্যা করে নজির স্থাপন করেছিলেন। ইসলাম ও মুসলমানদের ভয়াবহ এক বিপদ থেকে হিফাজত করেছিলেন। ওহোদের রণাঙ্গনে সরাসরি অংশ নিয়ে ছিলেন। শহীদ ভাই হামযার বিকৃত লাশ দেখেও ধৈযের চরম পরাকাষ্ঠা দেখিয়ে ছিলেন।
নবীকন্যা ফাতেমাতুয যাহরা পাঠ করলে যা পাওয়া যাবে!
নবীকন্যা ফাতেমাতুয যাহরা পাঠ করলে পাওয়া যাবে নবীজীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। জান্নাতী নারীদের নেত্রী, জান্নাতী যুবকদের দুই সর্দার পুত্রের জননী আর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ নারী ফাতিমার সরল ও সাধারণ জীবন প্রণালী, বিবাহ ও স্বামীগৃহে সমর্পণের সরলতা যদি আজকের পুরুষ ও নারীদের বিলাসিতায় একটুও লাগাম টেনে ধরত! আহা! তেমন যদি হত !
আবু বকর সিদ্দীকের কন্য আসমা আর উম্মে উমারা এই দুই নারী সাহাবীর কুরবানী আর ত্যাগ দেখে নির্ণয় করা মুশকিল যে, কার কোন ত্যাগটি বড়। আসমা রাযি. দৃষ্টিহীনা, স্বামী ও অবলম্বনহীনা নিজ পুত্র আব্দুল্লাহ ইবনুয যুবাইরকে হাজ্জাজের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার নির্দেশ দিচ্ছেন।
পুত্র বলছেন-মা! আমি নিহত হওয়ার ভয় পাচ্ছি না, ভয় হচ্ছে ওরা আমার লাশকে বিকৃত করবে। এ কথা শুনে তিনি বললেন-বোকা ছেলে! নিহত হওয়ার পর কী হবে তাই নিয়ে ভাবছ? আরে বেটা! যবাইকৃত ছাগলের কি চামড়া ছোলার কষ্ট হয়?
নিচে নারী সাহাবীদের ঈমানদীপ্ত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রাহনুমা প্রকাশনী বইয়ের ধরণঃ নারী সাহাবীদের জীবনী বইয়ের সাইজঃ 5.11 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ড. আব্দুর রহমান রাফাত পাশা অনুবাদঃ মাওলানা মাসউদুর রহমানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ