নাসেরুদ্দীন আলবানী জীবনী pdf বই ডাউনলোড। নাসেরুদ্দীন আলবানী রহঃ বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মোহাদ্দেস বা হাদীস বিশারদ। আরব ও মুসলিম বিশ্বে তিনি হাদীস শাস্ত্রের ইমাম ও রেফারেন্স ব্যক্তি হিসেবে গণ্য। বিশ্বে হাদীস গ্রন্থের সংখ্যা অসংখ্য। তিনি বিভিন্ন হাদীস গ্রন্থ থেকে বিশুদ্ধ হাদীসগুলোকে দুর্বল ও জাল হাদীস পৃথক করেছেন। তিনি সহীহ হাদীসগুলোকে বাছাই করে এবং দুর্বল হাদীসগুলোকে নাম দুটো পৃথক সংকলনে প্রকাশ করেছেন। এজন্য তাকেঁ বাদশাহ ফয়সল আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়। আরব বিশ্বের ওলামায়ে কেরাম কোন হাদীসকে গ্রহণ ও বর্জনের জন্য আলবানীর মতামতকে মাফকাঠি হিসেবে গ্রহণ করে থাকেন।
তিনি সহীহ হাদীসসমূহের আলোকে রসূলুল্লাহ সঃ-এর নামায পদ্ধতি তুলে ধরার তীব্র প্রয়োজন অনুভব করেন। আর এটা তারঁ মত একজন অনন্য সাধারণ ও প্রথিতযশা পন্ডিতের পক্ষেই সম্ভব। এ বিষয়ের উপর তিনি ছাড়া আর কোন আলেম এককভাবে কোন বই রচনা করেননি।
আরও দেখুনঃ যঈফ আত তিরমিযী ২য় খন্ড pdf বই ডাউনলোড
তিনি এবইটিতে হাদীস গ্রহণের প্রতি চার মাজহাবের অনুকুল দৃষ্টিভঙ্গি তুলে ধরার লক্ষ্যে এক মহামূল্যবান ভূমিকা লেখায় বইটি পরশ পাথরের মূল্যকেও ছাড়িয়ে গেছে। এ অনন্য ভূমিকাটি বইটিকে অসাধারণ ও বিশ্বজনীন করেছেন এবং সকল মত ও মাজহাবের লোকের নিকট সমানভাবে সামদৃত করেছে। লেখকের পিতার নাম নূহ আলবানী। তিনি ১৩৩৩ হিঃ সালে আলবেনিয়ার প্রাচীন রাজধানী আশকুদারার এক গরীব পরিবারে জন্মগ্রহণ করেন।
সম্পূর্ণ জীবনী বই লিংক। আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহঃ জিবনী বই ডাউনলোড
শুধু মাত্র নাসেরুদ্দীন আলবানীর সংক্ষিপ্ত জীবনী।
আলবেনিয়ার বাদশাহ আহমদ যোগো দেশে ধর্ম-নিরপেক্ষ শাসনব্যবস্থা চালু করার কারণে পিতা নূহ নিজের ঈমান ও জান-মালের নিরাপত্তাহীনতার আশংকায় সিরিয়ার উদ্দেশ্য হিজরত করে দামেশক পৌঁছেন। নাসেরুদ্দীন আলবানী প্রথমে পিতার কাছে আরবী ভাষা ও কোরআনসহ হানাফী মাজহাবের ফেকাহ শাস্ত্র অধ্যয়ন করেন।
আরও দেখুনঃ নবী রাসুলের জীবনী pdf বই ডাউনলোড
পরে তিনি কোরআন-হাদীস, ফিকহ-আকীদাহসহ ইসলামী এলেমে বুৎপুত্তি অর্জন করেন। এরপর এলেম ও দ্বীনের দাওয়াতী কাজে মনোনিবেশ করেন। দ্বীনের দাওয়াত ও সংগ্রাম তাকেঁ দুবার কারাবরণ করতে হয়েছে। তারঁ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২-এর অধিক। তিনি ১৩৮১-১৩-৮৩ হিঃ পর্যন্ত মদীনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোহাদ্দেস হিসেবে হাদীস শিক্ষা দেন ।
এবং ১৩৯৮ হিঃ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদের সদস্য ছিলেন। তিনি দামেস্ক এবং পরের র্জদানে বাস করেন। ১৯৯৯ সন মোতাবেক, ১৪২১ হিজরীতে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাকেঁ তারঁ এ বিশাল দ্বীনি খেদমতের জন্য জান্নাত নসীব করুন। আমিন।
আরও দেখুনঃ ২০ রাকাত তারাবীর হাদীস pdf বই ডাউনলোড
নিচে নাসেরুদ্দীন আলবানী জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now