নুসাইবা এক সত্যান্বষী নারী pdf বই ডাউনলোড। সময়ের পরিক্রমায় চলে আসছে সত্য-মিথ্যার লড়াই। অসমাপ্তির এই লড়াইয়ে সত্য সাময়িকভাবে পরাজিত হলেও পরক্ষণেই মিথ্যাকে লাঞ্ছিত এবং অপদস্থ করেছে। মিথ্যা কখনোই টিকে থাকতে পারেনি সর্বময়।
ধরে পড়েছে ঠুনকো দেয়ালের মতো। তবুও থেমে থাকেনি সত-মিথ্যার এই আক্রমণাত্মক পথচলা। কখনো থামারও নয়। এই পথচলা সমাপ্ত হবে সেদিন মহান রব যেদিন রায় ঘোষণা করবেন। মিথ্যা- অন্যায়, শাস্তির অতল গহ্বরে নিমজ্জিত হবে। সত্য-ন্যায়, পরশ শান্তিতে নিজ প্রাসাদে অবস্থান নেবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলামই তোমার আসল ঠিকানা pdf বই ডাউনলোড
- বিশ্বাস ও আত্মোন্নয়ন pdf বই ডাউনলোড
- সাওমের আধুনিক মাসআলা pdf বই ডাউনলোড
- দাজ্জাল ও ইসলাম pdf বই ডাউনলোড
- তাফসীর কি মিথ্যা হতে পারে pdf বই ডাউনলোড
সময়ে সময়ে চলে আসা মিথ্যার ঝঞ্ঝাটের একটি নারীবাদ। খালি চোখে খানিকটা বিজয়ী মনে হলেও পরক্ষণেই তার পরাজয়টা সুস্পষ্ট দৃষ্টিগোচর হয়। দেখতে পারা যায়, সত্যের বিজয়চিহৃ। তারই ধারাবাহিকতায় নুসাইবা।
হক-বাতিলের লড়াই চিরন্তন। সত্য-মিথ্যার দ্বন্দ চলে আসছে যুগ-যুগান্তর। আলো-আঁধারির খেলা চলছে কাল-কালান্তর। সত্যের আলো ফুটে উঠামাত্রই মিথ্যার আধাঁর পালাবে এটাই স্বাভাবিক। সত্য-সুন্দরের আলো সহ্য করতে পারে না মিথ্যা অসুন্দরের কালো।
ইসলাম মানুষের ইহকালীন ও পরকালীন চিরস্থায়ী নাজাত ও মুক্তি, কল্যাণ ও সফলতার দিকনির্দেশনা দিয়েছে। সে কল্যাণ ও সফলতার সবক হাসিলের জন্য যেতে হবে কুরআন-হাদিসের কাছে। কুরআন-হাদিসকে নিজের যুক্তির চোখ দিয়ে দেখলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই শতভাগ। তাকে দেখতে হবে বিশ্বাসের চোখ দিয়ে।
বিশ্বাসী চোখ সবাই অর্জন করতে পারে না। খুব কম মানুষের চোখই বিশ্বাসী হতে পেরেছে। যারা তাদের দুটি চোখকে বিশ্বাসী করতে পারে তারাই সফলতা অর্জন করে। এমন বিশ্বাসী চোখের অধিকারী ছিল নুসাইবা । আপনারা যারা এই বইটি সম্পূর্ন পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে নুসাইবা এক সত্যান্বষী নারী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | নিয়ন পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 11.04 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আব্দুল্লাহ বিন মুহাম্মাদ |
অনুবাদকঃ |