নূরনবী pdf বই ডাউনলোড। প্রসঙ্গ ঃ নূরে মোহাম্মদীর (দঃ) সৃষ্টি রহস্য ও প্রকৃতি অনাদি ও অনন্ত স্বত্তা আল্লাহ রাব্বুল আলামীন যখন একা ও অপ্রকাশিত ছিলেন, তখন তাঁর আত্মপ্রকাশের সাধ ও ইচ্ছা জাগরিত হলো। তখন তিনি একক সৃষ্টি হিসেবে নবী করিম (দঃ)-এর নূর মোবারক পয়দা করলেন এবং নাম রাখলেন মোহাম্মদ (দঃ) (কানজুদ্দাকায়েক-ইমাম গাযালী) । সেই নূরে মোহাম্মদীর সৃষ্টি রহস্য ও প্রকৃতি সম্পর্কে স্বয়ং নবী করিম (দঃ) মারফু মুত্তাসিল হাদীসের মাধ্যমে পরিস্কার ব্যাখ্যা করে গেছেন ।
উক্ত হাদীসটি বর্ণিত হয়েছে রাসুলে পাক (দঃ) – এর একনিষ্ঠ খাদেম ও মদিনার ৬নং সাহাবী হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) কর্তৃক। উক্ত হাদীসটি প্রথম সংকলিত হয়েছে “মোসান্নাফ আবদুর রাজ্জাক” নামক হাদীস গ্রন্থে। মোহাদ্দেস আবদুর রাজ্জাক ছিলেন ইমাম বোখারী (রাঃ)-এর দাদা ওস্তাদ এবং ইমাম মালেকের শাগরিদ। পরবর্তীতে উক্ত গ্রন্থ হতে অনেক হাদীস বিশারদগণ নিজ নিজ গ্রন্থে হাদীসখানা সংকলিত করেছেন ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
যেমন-ইমাম কাস্তুলানী (রহঃ) তাঁর রচিত নবী করিম (দঃ)-এর জীবনী গ্রন্থ ‘মাওয়াহেবে লাদুন্নিয়ায়’ উক্ত হাদীসখানা সংকলন করেছেন। মিশরের আল্লামা ইউসুফ নাবহানী তাঁর রচিত আওয়ারে মোহাম্মাদীয়া নামক আরবী গ্রন্থেও উক্ত হাদীসখানা উল্লেখ করেছেন। নবী করিম (দঃ)-এর সৃষ্টি সম্পর্কে এই হাদীসখানা স্বব্যাখ্যাত এবং বিস্তারিত। তাই বিজ্ঞ পাঠকের সামনে আমরা উক্ত হাদীসখানা অনুবাদসহ তুলে ধরছি। এ রেওয়ায়াত ছাড়া অন্যান্য রেওয়ায়াত অসম্পূর্ণ, অস্পষ্ট ও খন্ডিত এবং উসুলে হাদীসের মাপকাঠিতে অনির্ভরযোগ্য বা মারজুহ্ । হাদীসখানা নিম্নরূপ :
অর্থ-ইমাম আবদুর রাজ্জাক (ইমাম বোখারীর দাদা ওস্তাদ) মোয়াম্মার হতে, তিনি ইবনে মুকাদার হতে, তিনি হযরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারী (রাঃ) হতে বর্ণনা করেছেনঃ হযরত জাবের (রাঃ) বলেন- আমি আরয করলাম, হে আল্লাহর রাসুল (দঃ)! আপনার উপর আমার পিতা-মাতা উৎসর্গীত হোক, আল্লাহ তায়ালা সর্বপ্রথম কোন্ বস্তু সৃষ্টি করেছেন? তদুত্তরে নবী করীম (দঃ) বললেন-“হে জাবের, আল্লাহ তায়ালা সর্ব প্রথম সমস্ত বস্তুর পূর্বে তাঁর ‘নিজ নূর হতে’ তোমার নবীর নূর পয়দা করেছেন ।
তারপর আল্লাহ তায়ালার ইচ্ছানুযায়ী ঐ নূর (লা-মাকানে) পরিভ্রমণ করতে থাকে। কেননা ঐ সময় না ছিল লাওহে- মাহফুয, না ছিল কলম, না ছিল বেহেস্ত, না ছিল দোযখ, না ছিল ফিরিস্তা, না ছিল আকাশ, না ছিল পৃথিবী, না ছিল সূর্য, না ছিল চন্দ্র, না ছিল জ্বীন জাতি, না ছিল মানবজাতি ।
নিচে নূরনবী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সুন্নী গবেষণা কেন্দ্র |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 13.3 MB |
প্রকাশ সালঃ | ১৯৫৭ সাল |
বইয়ের লেখকঃ | হাফেয মুহাম্মদ আব্দুল জলীল |
বইয়ের অনুবাদকঃ |