নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা
নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড। ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী হল নামাজ। নামাজ হল জান্নাতের চাবি। নামাজ হল নাজাতের কারণ। নামাজ আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ন ইবাদত আমাদের নামাজ কয়েম (প্রতিষ্ঠা) করতে হবে।
বন্দা তখন নামাজ পড়বে, যখন সে জানবে নামাজ পড়লে আল্লাহ তাকে কি কি পুরুষ্কার দিবেন। বান্দা তখন নামাজ পড়বে, যখন সে জানবে নামাজ না পড়লে আল্লাহ তাকে কি কি শাস্তি দিবেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
যার ভিতর আল্লাহর ভয় নাই, সে নামাজ পড়তে পারবে না। যার ভিতর আল্লাহর ভয় নাই, সে আজান শুনে মসজিদে যেতে পারবে না। যার ভিতর আল্লাহর ভয় নাই, তারা নামাজে আল্লাহর ধ্যান থাকবে না।
আমাদের দায়িত্ব, পরিবারের প্রতিটি প্রাপ্তবয়স্ক সদস্যকে নামাজের জন্য উৎসাহিত করা। আমাদের দায়িত্ব ৭ (সাত) বৎসর হলেই বাচ্চাদের নামাজের জন্য উৎসাহিত করা, নামাজের জন্য আদেশ করা।
নামাজ শিক্ষা বইটিতে কি আছে?
নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড। নামাজ জান্নাতের চাবি। শুধু নামাজ শেখার জন্য বইটি লিখা। এই বইয়ে ফরজ (ফজর, যোহর, আসর, মাগরিব, ও এশা), ওয়াজিব, সুন্নাত ও নফল অর্থাৎ সব ধরনের নামাজ পড়ার বিস্তারিত নিয়ম কানুন আছে।
বইটিতে জানাযার নামাজ, তারাবীর নামাজ, ঈদের নামাজ, সালাতুস তসবীহর নামাজ, ইত্যাদি নামাজ সম্পর্কেও আলোচনা আছে। বইটিতে নামাজের ফজিলত, জামাতে নামাজ পড়ার ফজিলত, বিভিন্ন সুন্নাত ও নফল নামাজ পড়ার ফজিলত সম্পর্কিত অনেক কুরআনের আয়াত ও হাদীসের বাণী আছে।
বইটিতে অজু, তায়াম্মুম, কসর নামাজ, কাযা নামাজ, ইত্যাদি সম্পর্কেও আলাচনা আছে। এই বইয়ে শুধু মাত্র নামাজ এবং তার জন্য প্রয়োজনীয় ফরজের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজের জন্য প্রয়োজনীয় কিছু কিছু ছোট সূরা ও অন্যান্য দোয়াও বইটিতে আছে।
কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে। যার নামাজ ঠিক ঠাক পাওয়া যাবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। রাসূল সাঃ বলেছেন, আমার চোখের তৃপ্তি নামাজ। আল্লাহ নিজেই নামাজীকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার।
আসুন, আমরা বিভিন্ন নামাজের নিয়ম কানুন গুলি শিখি। মানুষের বেঁচে থাকার জন্য যেমন রক্তের কোন বিকল্প নেই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে নামাজের কোন বিকল্প নাই। আমার নামাজ আমাকেই পড়তে হবে।
নিচে নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মীনা বুক হাউস বইয়ের ধরণঃ নামাজ শিক্ষা বিষয়ক বই বইয়ের সাইজঃ 3.62 MB প্রকাশ সালঃ ২০১৫ ইং বইয়ের লেখকঃ প্রকৌশলী মইনুল হোসেন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ