নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ pdf বই ডাউনলোড। আল্লাহ্ যুল-জালাল ওয়াল ইক্রামের উদ্দেশ্যে যাবতীয় প্রশংসা, যিনি নিজ যাতের নূর হতে সর্বপ্রথম তাঁর হাবীব আহ্মাদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা -এর নূর এবং সে নূর হতে কুল-মাখলুকাত সৃষ্টি করলেন। ঐ নূর মুবারক হল খোদার খোদায়ী বিশ্বাসের মূল স্থল। ঐ নূর হতেই তিনি লাভ করলেন বাশারী রূপ। যদিও তিনি আল্লাহ্ তা’আলার সৃষ্টি, তবুও তিনি হলেন তাঁরই মুহব্বতের বিকাশস্থল।
আল্লাহ্ তা’আলার দরবারে তাঁর শান ও মর্যাদা অপরিমেয় ও অপরিসীম। স্বয়ং আল্লাহ্ তাঁকে মহব্বত করেন, তাঁর তাযীম করেন, তাঁর সানা-সিফাত বর্ণনা করেন, তাঁর ফেরেশতাকূল দ্বারা তাঁকে মুহব্বত করান, তাঁর তাযীম করান, তাঁর সানা-সিফাত বর্ণনা করান। অতঃপর ঈমানদারগণকেও তিনি আদেশ দান করেন- তোমরাও তাঁকে মুহব্বত কর, তাঁর তাযীম কর, তাঁর সানা-সিফাত বর্ণনা কর, তাঁর প্রতি পেশ কর সালাত ও সালাম ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
সুন্নী জামায়াতের বিরুদ্ধে বাতিল বাহাত্তর দল চিরকালই থাকবে। তাই রাসূলুল্লাহ তাদের বদ-আকাইদ ও ফিতনা হতে নিজেদের ঈমান ও আমল হেফাযতের জন্য বহু হাদীসে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছেন। বিশেষ করে নজদী ও নজদ সম্বন্ধে তাঁর উক্তি এইঃ- ১. সেখানে রয়েছে বিভিন্ন প্রকারের (দীনী ও দুনিয়াবী) ভূ-কম্পন ও সমূহ ফিনা, এবং তাতেই অভ্যুদয় ঘটবে শয়তানের দল; ২. শেষ যামানায় মুসায়লামার দেশে এক লোকের আবির্ভাব ঘটবে, সে দীন ইসলামকে বিকৃত করে দিবে, ৩. শীঘ্রই নজদ হতে একটি শয়তান আবির্ভূত হবে।
সে তার ফিতনা দ্বারা জাযিরাতুল আরব প্রকম্পিত করে দিবে, ৪. পূর্ব (নজদ) হতে একদল লোক আবির্ভূত হবে, তারা কুরআন পড়বে সত্য কিন্তু কুরআন তাদের কণ্ঠভেদ করে সে (ঈমানের জায়গা) বক্ষ পর্যন্ত পৌঁছবে না, যখনই একদল নিশ্চিহ্ন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অপর দলের উদ্ভব ঘটবে, শেষ দলটি মাসীহুদ-দাজ্জালের সাথে থাকবে।
তারা আম্বিয়া ও আওলিয়ায়ে কিরাম বিশেষ করে রাসূলুল্লাহ প্রেম-এর শানে অশোভনীয় আচরণ ও উক্তি করেছে যাতে তাঁদের শানের চরম তাওহীন বা অবজ্ঞা প্রকাশ ঘটেছে এবং তাঁদের প্রতি তাদের হিংসা-বিদ্বেষের চরম প্রকাশ ঘটেছে। কিন্তু কি হবে হক হকই রয়েছে আর বাতিল বাতিলই। আম্বিয়া ও আওলিয়ায়ে কেরাম আম্বিয়া ও আওলিয়ায়ে কিরামই রয়েছেন। তাদের শান ও মর্যাদা কেউ কমাতে পারে নি বরং তাঁদের দুশমনেররা জাহান্নামীই হয়েছে ফল যা তা এটুকুই। তারা আল্লাহর কুরআনের বিকৃতি সাধন করতে পারে নি এবং রাসূলের রিসালাত ও মুছে দিতে পারে নি। স্রষ্টার বিধান অটল ও আমোঘ।
নিচে নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ এর মিলাদ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 97.21 MB |
প্রকাশ সাল | ২০১১ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মদ নূরুল হক |
বইয়ের অনুবাদকঃ |