নূর তত্ত্ব pdf বই ডাউনলোড। আল্লাহ তা’আলার অনুপম ও সর্বোত্তম সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম । যিনি যিনি সৃষ্টি জগতের প্রাণ স্পন্দন, করুণার আধার, চারিত্রিক মাধুর্য্যতার মূর্ত প্রতিক, নিষ্কলুষ-নিস্পাপ এক মহান সত্ত্বা। যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। সর্ব প্রথম তিনি সর্বশেষ ও তিনি। যাঁর সন্তুষ্টি স্বয়ং প্রভু কামনা করেন। যাকে শাফা’আতে কুবরার একমাত্র অধিকারী, মাকামে মাহমূদের একচ্ছত্র মালিক বানিয়েছেন আল্লাহ তা’আলা ।
যাঁর কথাগুচ্ছ মুক্তামালার ন্যায়, দাঁত মুবারক ছদব পাথরের ন্যায় আলোক উজ্জ্বল । পবিত্র মুখমন্ডল চৌদ্দ তারিখের পূর্ণিমার ন্যায়, যাঁর শরীর মুবারক অতি উজ্জ্বল আলোকময়, ঘর্ম মুবারক মেশক আম্বরের ন্যায় অতীব সুগন্ধীময়, ছায়াবিহীন কায়া বিশিষ্ট। মেঘমালা যাঁকে ছায়াদানে সুশীতল করে, বনের হরিণ যাঁর কথা মানে, যাঁর থুথু মুবারক শিফা স্বরূপ, যাঁর আঙ্গুল বেয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, যাঁকে বৃক্ষ-লতা সালাতু-সালামের অভিনন্দনে সিক্ত করে, মুষ্টিবদ্ধ পাথর যাঁর শানে কথা বলে, যাঁর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখন্ডিত হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
দুলনায় থেকে যিনি চন্দ্রের সাথে খেলা করেন, যাঁর নির্দেশে অস্তমিত সূর্য আবার উদিত হয়। রওদ্ধা শরীফে যাঁর শরীর মুবারক স্পর্শিত ধুলা-বালি আরশ ‘আযীমের চেয়ে মর্যাদাবান। যাঁকে
আল্লাহ তা’আলা যা কিছু হয়েছে, হচ্ছে এবং হবে সর্ব বিষয়ের ‘ইলম দান করেছেন। যিনি অতুলনীয়, বেনযীর-বেমেছাল, সর্বোৎকৃষ্ট, যাঁর সমকক্ষ কেউ নেই, যিনি সমস্ত নবী রাসূলের ইমাম।
নবীদের দায়িত্বই ছিল আল-াহর একত্ববাদ ও নবী করীম রউফুর রহীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর শুভাগমনের সুসংবাদ প্রদান করা, তাঁকে পেলে সাহায্য-সহযোগিতা ও বিশ্বাস স্থাপন করা, যাঁর শান মান-মর্যাদার কথা সকল আসমানী কিতাবে লিপিবদ্ধ ছিল, আর আল-কুরআনই যার চারিত্রিক সনদ। যিনি উম্মতের প্রতি পরম দয়ালু ও তাদের ব্যথায় ব্যথিত, শয়নে স্বপনে যিনি রাব্বি হাবলি উম্মতি বলে বলে ক্রন্দন করেন, তিনি উভয় জাহানের বাদশাহ হয়েও ফকীরের মত জীবন যাপন করেছেন।
যিনি ক্ষুধায় পেট মুবারকে পাথর বেঁধেছেন। যাঁর আলোচনা উর্ধ্বলোকে অনুষ্ঠিত হয়, যাঁকে মিরাজ করিয়ে মহা প্রভু আনন্দিত হন। যাঁর প্রতি প্রভু সদা সর্বদা দরূদ-সালামের দয়া বর্ষণ করেন। ফিরিশতাকুল যাঁর শান-মান বর্ণনায় মশগুল, যাঁর চর্চা প্রভু অনেক উঁচু করেছেন। কলেমায় আযান-একামতে আল্লাহর নামের সাথে যাঁর নাম উচ্চারিত হয়। আরশ ‘আযীম বেহেস্তের কুল-কাননে যাঁর নাম খুদাইকৃত। যাঁর প্রেম-ভালবাসা মুমিনের কলবে জাগরুক। প্রত্যেক নবী-রাসূল যাঁর জয় ধ্বনী করেছেন।
নিচে নূর তত্ত্ব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আল-ইমাম মুসলিম রহ. ফাউন্ডেশন |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ নূর বিষয়ক |
বইয়ের সাইজঃ | 8.37 MB |
প্রকাশ সাল | ২০১৩ সাল |
বইয়ের লেখকঃ | ড. মোহাম্মদ আব্দুল হালিম |
বইয়ের অনুবাদকঃ |