নূহ আঃ দা‘ওয়াহ
নূহ আঃ দা‘ওয়াহ pdf বই ডাউনলোড। আল্লাহ তায়ালা যুগে যুগে অগণিত নবী-রাসূল এ পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে এমন কোন জনপদ ও জনগোষ্ঠী নেই যাদের কাছে আল্লাহ তায়ালা কোন না কোন নবী-রাসুল পাঠাননি। এ প্রসংগে আল্লাহ তাআলা বলেন: আমি প্রত্যেক উম্মতরে মধ্যে রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুত থেকে বেচেঁ থাক।
মানুষ সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী। এ জ্ঞান দ্বারা সমুদয় বস্তুর প্রকৃত ও সম্যক জ্ঞান লাভ অসম্ভব । আর আল্লাহ তায়ালা ও মানুষকে স্বল্প জ্ঞানের অধিকারী করেছেন। স্বল্প জ্ঞানের মানুষ জানে না যে কিসের উপর তাদের মঙ্গল-অমঙ্গল নির্ভর করে। সৃষ্টি জীবের কোনটি মানুষের উপকারী ও কোনটি অপকারী। ফলে এ সকল জটিল সমস্যা হতে মানুষকে মুক্তি দানের জন্য আল্লাহ তায়ালা স্বীয় অসীম কৃপায় নবী- রাসুল প্রেরণ মাধ্যমে মানুষকে তা বলে দিয়েছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তৃতীয় খলীফা pdf বই ডাউনলোড
- আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড
- আহকামে কুরবানী pdf বই ডাউনলোড
- নূহ আঃ দা‘ওয়াহ pdf বই ডাউনলোড
- মুসলিম বাংলার মনীষী pdf বই ডাউনলোড
আর নবী-রাসুলগণের মাধ্যমে আল্লাহ তায়ালা মানুষের প্রতি সবচেয়ে বড় ও কার্যকর রহমতের যে বারিধারা বর্ষণ করেন তা হল, স্বীয় সত্ত্বার প্রতি ঈমান আনয়ন ও তারঁ প্রতি ঐকান্তিক দাসত্বের স্বীকৃতি গ্রহণ । এ কারণেই সকল নবী-রাসুলকে তিনি এ দুটি বিষয় সম্পাদনের জোরালো নির্দেশ প্রদান করেছেন।
উম্মতগণকে দুটি দাওয়াত দেয়ার তাকিদ
এবং উম্মতগণকে এ দুটি বিষয়ের প্রতি দাওয়াত দেয়ার জোর তাকিদ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন- আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি তাকেঁ এই আদেশই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই । সুতরাং আমারই ইবাদত কর।
উক্ত আদেশপ্রাপ্ত ও দায়িত্বপ্রাপ্ত সকল নবী-রাসুলের মধ্যে পাচঁজন রাসুল উল্লেখযোগ্য, যাদেরকে আল কুরআনে হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তারাঁ হলেন:
১। নূহ আলাইহিস সালাম
২। ইব্রাহিম আলাইহিস সালাম
৩। মূসা আলাইহিস সালাম
৪। ঈসা আলাইহিস সালাম
৫। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এদেঁর মধ্যে নূহ আলাইহিস সালাম প্রথম প্রেরিত রাসুল ও দাঈ। বর্তমান প্রবন্ধে তারঁ সংক্ষিপ্ত পরিচয়, ব্যক্তিত্ব, দা‘ওয়াহ কার্যক্রম ও পদ্ধতিসহ আজকের যুগের দাঈদের জন্য কি কি শিক্ষনীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আলোকপাত করব।
নিচে নূহ আঃ দা‘ওয়াহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ দাওয়াহ সম্পর্কিত হাদীস বইয়ের সাইজঃ 1.59 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ ড. মোঃ আবদুল কাদের অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ