নৈতিক স্বচ্ছতায় আমানতদারীর অবদান pdf বই ডাউনলোড। নৈতিকতা নেহায়েত নীতি থেকে আহরিত কিছু আমল, যাহা মূলত অর্জিত কিছু গুণাবলী। যে সকল গুণাবলীর কারণে মানুষের মধ্যে নৈতিক স্বচ্ছলতা সৃষ্টি হতে পারে তার মধ্যে অন্যতম প্রধান বিষয়কে চিহিৃত করতে হলে আমাদেরকে অবশ্যই আমানতদারীর মত একটি আমল আমাদের কর্মে স্থান করে নিতে হবে।
ইসলাম অর্থ শান্তি। হযরত আদম আঃ থেকে শুরু করে মোহাম্মদ সাঃ পর্যন্ত লক্ষ লক্ষ নবী-রসূলগণের আগমন হয়েছিল েঐ শান্তির বাণী নিয়ে যারা এবং যখন মানুষ নবী সাঃ-দের বাণী গ্রহণ করে আল্লাহতে আত্মসমর্পন করেছেন তাদেরকেই ইসলামী পরিভাষায় মুসলমান বলা হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নৈতিক চরিত্র গঠনে কুরআনের শিক্ষা pdf বই ডাউনলোড
- কুরআনে নৈতিক মূল্যবোধ pdf বই ডাউনলোড
- চরিত্র গঠনের মৌলিক উপাদান pdf বই ডাউনলোড
- হাদীসের কিস্সা pdf বই ডাউনলোড
- শরীয়তের দৃষ্টিতে পর্দা-র হুকুম pdf বই ডাউনলোড
ইসলাম যেহেতু প্রকৃতির ধর্ম , তাই প্রকৃতির আলো-বাতাসের মত ইসলামের বাণীগুলো নিয়ে অমুসলমানরাও দুনিয়াতে শান্তির সাধ নিয়েছে, কিন্তু মুসলমান হয়ে মরতে পারে নাই। যখনই মুসলমান কি অমুসলমান ইসলামের তথা প্রকৃতির স্বাভাবিক নিয়মে প্রবর্তিত ঐ বাণীগুলোকে এড়িয়ে গিয়ে রিপুর চাহিদাকে প্রাধান্য দিয়ে পরের অধিকারকে হরণ করেছে, তখনই অবক্ষয়ের অবগাহনে মানুষ পরস্পরকে সংঘাতের মধ্যে ঢেলে দিয়েছে।
আর তখনই সৃষ্টি হয়েছে মানুষের স্রষ্টা আল্লাহ সংক্রান্ত রূপক কাব্যের কল্পিত কটাক্ষজনিত কথা।আমরা মুসলমানরা ইশ্বরের অনুবাদে অবশ্যই আল্লাহকে বোঝতে চাইবো না। তবে লেখক Bill Traton সাহেব যে মানুষের স্রষ্টা আল্লাহকেই বোঝাতে চেয়েছে তাতে কোন সন্দেহ নেই। স্রষ্টা সংক্রান্ত এ ধরণের কটাক্ষজনিত কাব্য এ কারণে সৃষ্ঠি হয়েছে যে, মানুষ আল্লাহর বাণীগুলোর অন্যতম আমানত ও আমানতদারী সংক্রান্তের বাণীগুলোকে এড়িয়ে গিয়ে খেয়ানতের যে ব্যাপাক ব্যবস্থা রেখে দিয়েছে উহাই মূলত:উদ্বুদ্ধ করেছে কল্পিত কাব্যের কটাক্ষজনিত সাহিত্য সৃষ্টিতে ।
আমি মনে করি বর্তমান বিশ্বের সমস্ত সংঘাতের সৃষ্ট অশান্তি এবং পাপের মূলেই রয়েছে মানুষের পারস্পরিক সম্পর্কের ঐ আমানতদারীর ক্ষেত্রবিশেষের খেয়ানতকরণ কর্মাদি। লেখক এ ছো্ট্ট পুস্তকে ঐ আমানত -খেয়ানতের বিষয়গুলো কুর-আন ও হাদসি দিয়ে বোঝাতে চেষ্টা করবো যাতে মানুষ বিশেষ করে মুসলমানরা হক্কুল এবাদের বিষয়গুলো বিবেচনা করে পরকালীন মুক্তির প্রয়াসে পাপের মূল বিষয়ের আমানতের খেয়ানতকরণ থেকে বিরত থেকে বিশ্বময় ইসলাম তথা শান্তি প্রতিষ্ঠা করতে পারে।
কারণ ইসলামের মতার্দশই আমানত-খেয়ানতজনিত কর্মের বিপরীত বিষয়। মনীষী অভিভার ওয়েনডেল হোমস বলেন: বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পূর্ব শর্ত হলো কোন মতাদর্শ না থাকা বা থাকলে তা ত্যাগ করা। আমানত খেয়ানত না করণের মতাদর্শ মূলত ইসলামের অন্যতম আদর্শ যা নৈতিক স্বচ্ছতায় সমৃদ্ধ করে মানুষকে সম্মানিত করতে পারে আমাকে যারা এ ধরণের একটি পুস্তক লিখতে আগ্রহী এবং উৎসাহী করেছেন।
নিচে নৈতিক স্বচ্ছতায় আমানতদারীর অবদান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আমান পাবলিশার্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৮ |
বইয়ের লেখকঃ | মোঃ সিরাজুল ইসলাম তালুকদার(জর্জ) |
অনুবাদঃ |