পরকাল pdf বই ডাউনলোড। মায়েয আসলামী রাযিয়াল্লাহু আনহু নামে একজন জোয়ান সাহাবী ছিলেন। একদিন শয়তান তাকেঁ ওয়াসওয়াসা দিল। এক আনসারী ব্যক্তির দাসীর ব্যাপারে প্ররোচনা দিল তাকে। মায়েয দাসীকে নিয়ে নির্জনে গেলেন। তখন তাদের তৃতীয় জন হয়ে গেল শয়তান। শয়তান দুজনের প্রতেক্যকে অপরের কাছে মোহনীয় করে তুলল। এক পর্যায়ে তাঁরা যেনায় লিপ্ত হয়ে গেলেন।
অপরাধ সম্পন্ন হয়ে যাওয়ার পর মায়েযের কাছ থেকে শয়তান কেটে পড়ল। মায়েয ভাবনায় পড়ে গেলেন। ভেঙে পড়লেন কান্নায়। আত্মসমালোচনায় লিপ্ত হলেন তিনি। পরকালের শাস্তির ভয়ে আতঁকে উঠলেন। সঙ্কটময় হয়ে উঠল তারঁ জীবন। গুনাহের উলব্ধি তারঁ কলজে জ্বালিয়ে ফেলল। তখন তিনি রূহের চিকিৎসক রসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। সামনে দাড়িয়ে ভিতরের কথা প্রকাশ করে দিলেন। তিনি বললেন, ইয়া রসূলুল্লাহ আমি যেনা করেছি; আমাকে পবিত্র করুন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মরণজয়ী মহীয়সী pdf বই ডাউনলোড
- মা ও বাবা pdf বই ডাউনলোড
- মা মা মা এবং বাবা pdf বই ডাউনলোড
- মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
নবীজি তারঁ দিকে থেকে মুখ পিরিয়ে নিলেন। মায়েয অপর দিক থেকে তারঁ সামনে এলেন। বললেন, ইয়া রসূলুল্লাহ! আমি যেনা করেছি; আমাকে পবিত্র করুন। নবীজী বললেন, ধ্যাৎ!যাও। আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। ময়েয চলে গেলেন; কিন্তু কিছু দূর গিয়েই অধের্য হয়ে গেলেন। আবার নবী আলাইহিস সালামের কাছে ফিরে এলেন তিনি। বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমাকে পবিত্র করুন।
রসূলুল্লাহ বললেন, আহ! তুমি যাও। আল্লাজ কাছে মাফ চাও, তওবা করো। মায়েযকে তাড়িয়ে দেওয়া হল। তিনি চলে গেলেন। কিছু দুর গিয়ে আবার ফিরে এলেন। এইভাবে আবারও বললেন ইয়অ রাসূলুল্লাহ! আমাকে পবিতু করুন। নবী করীম সাঃ- বললেন, আহ্হা! তুমি কি জান, যেনা কী জিনিস? এরপর হুকুম দিয়ে নবীজি তাকেঁ তাড়িয়ে দিলেন। ম
সজিদ থেকে তাকেঁ বের করে দেওয়া হল। তিনি তৃতীয় বার, চতুর্থ বার আবার উপস্থিত হলেন। যখন তিনি বেশি পীড়াপীড়ি করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েযের সম্প্রদায়ের লোকজনকে জিজ্ঞেস করলেন, এর কি ভারসাম্য ঠিক আছে? কওমের লোকজন বললেন, আমাদের জানামতে তারঁ কোন সমস্যা নেই। এই বইটি যদি আপনি পড়েন তাহলে আপনি আপনার জিবন শুরু হতে শেষ এর শেষ অবধি জানতে পারবেন আশা করি। বইটিতে অনেক কিছু আছে যা আমাদের মানব জীবনে অতীব গুরুত্ব।
নিচে পরকাল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হুদহুদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক |
বইয়ের সাইজ | 65.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুহাম্মাদ আব্দুল আলীম |