পর্দা একটি বাস্তব প্রয়োজন
পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই ডাউনলোড। আগের আলোচনায় যদিও আমরা দেখেছি যে, প্রকৃতি নারীকে ঘরের কাজের উপযোগী করে তৈরী করেছে কিন্তু তাই বলে তাকে কেবল ঘরের মধ্যেই বন্দী হয়ে থাকতে হবে এমন নয়। প্রয়োজনের মূহুর্তেও সে ঘরের বাইরে বের হতে পারবে না।
এমন কথা ইসলামী সমাজ বিধানে বলা হয়নি। বরং সমাজের সার্বিক কল্যাণ এবং মঙ্গলে জন্যে প্রয়োজনে শুধু বাইরে আসার অনুমতিই নয় বরং নির্দেশও রয়েছে। দ্বীনের মৌলিক দায়িত্ব পালনের জন্যে পুরুষের যতটা দায়িত্ব নারীও ঠিক ততটা দায়িত্ব।
আরও দেখুনঃ সহীহ নেয়ামুল কুরআন pdf বই ডাউনলোড
সূরা আলে ইমরানের শেষ রুকূতে আল্লাহ পাক মানুষের এ দুনিয়ার দায়িত্ব সার্বিকভাবে পালনকারীদের সফলতা এবং অমান্যকারীদের ব্যর্থতার বর্ণনা দিয়েছেন এবং দায়িত্ব পালনের ব্যাপারে নারী এবং পুরুষ উভয়কে সমভাবে দায়িত্বশীল বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলেনঃ আমি তোমাদের মধ্য কারও কাজকে বিনষ্ট দেব না। পুরুষ হোক কি স্ত্রী তোমরা সবাই সমজাতের লোক।
কাজেই যারা একমাত্র আমরাই জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করেছে, আমারই পথে নিজেদের ঘর-বাড়ী থেকে বহিস্কৃত হয়েছে ও নির্যাতিত হয়েছে এবং আপনারই জন্য লড়াই করেছে ও নিহত হয়েছে তাদের সব অপরাধই আমি মাফ করে।
আরও দেখুনঃ পরকালের সম্বল pdf বই ডাউনলোড
দেব এবং তাদেরকে এমন বাগিচায় স্থান দেব যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে।আল্লাহর নিকট এটাই তাদের প্রতিফল। আর উত্তম প্রতিফল একমাত্র আল্লাহর কাছেই পাওয়া যেতে পারে। (সূরা আলে ইমরানঃ ১৯৫)।
কোন নারী ইসলামী সমাজের অন্তর্ভুক্ত হতে চাইলে তাকে কতগুলো বিষয় স্পষ্ট ভাষায় অংগীকার করতে হবে। আল্লাহ বলেনঃ হে নবী ! মুমিন স্ত্রীলোকরা যখন তোমার নিকট বায়আত গ্রহণের জন্যে আসে এসব বিষয়ে যে, তারা আল্লাহর সংগে একবিন্দু শিরক করবে না, যেনা করবে না, তাদের সন্তান হত্যা করবে না, ভাল কাজে তোমার আনুগত্য করবে, তখন তুমি তাদের বায়আত গ্রহণ কর এবং তাদের জন্যে আল্লাহর নিকট মাগফেরাত চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। (সূরা মুমতাহিনাঃ ১২)।
আরও দেখুনঃ কেন ইসলাম থেকে দুরে সরে যাচ্ছে pdf ডাউনলোড
নিচে পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আধুনিক প্রকাশনী বইয়ের ধরণঃ পর্দা বিষয়ক বইয়ের সাইজঃ 2.30 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ শামসুন্নাহার নিজামী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ