পহেলা বৈশাখ একটি পৌত্তলিক উৎসব
পহেলা বৈশাখ একটি পৌত্তলিক উৎসব pdf বই ডাউনলোড। বৈশাখী উৎসব , বাঙ্গালী জাতির ঐতিহ্যসিক উৎসব। প্রতি বছর এ আনন্দ উল্লাস, হই, হল্লোলে পালন করি। যে কারণে পহেলা বৈশাখে পান্তা ইলিশ, বৈশাখী মেলা, নাচ গান, যাত্রা, সার্কাস,তিতারি শাক,চাল -বুট একত্রে রান্না ইত্যাদি করি। সমাজ জীবনে পহেলা বৈশাখ,সংস্কৃতির নামে অপসংস্কৃতির দোলা দিয়ে তরুন প্রজন্মকে ধ্বংসর করছে।
ইসলাম ও মুসলিম বিদ্ধেষী গোষ্ঠি সংস্কৃতার নামে সুপরিকল্পিতভঅবে এ সব অপসস্কৃতি মুসলিমদের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। যার কারণে সন্তানকে নিয়ে অভিভাবকরা বিপাকে পড়ছে। আমরা মানুষ সামাজিক জীব।
আরও দেখুনঃ প্রশান্তির বাণী pdf বই ডাউনলোড
সমাজে বসবাস করি। সমাজিকভাবে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করি। মুসলিম সংস্কৃতিতে বর্তমানে ভাটা পরেছে। সরবভাবে বাঙ্গালি ও আধুনিক সংস্কৃতি চলছ্ আধুনিক সংস্কৃতি মানে হিন্দু বৌদ্ধ সংস্কৃতি । আধুনিক সংস্কৃতি ঢেউয়ে তরুন প্রজন্মের হৃদয়-প্রাণে দোলা গেলেছে। হৃদয়ের অনুভুতিতে অনুকম্পা জেগেছে।
বাঙ্গালী বা আধুনিক সংস্কৃতি আলোচনার পুর্বে জানতে হবে সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে-সংস্করণ ও সংস্কার নামক বিশেষ্য পদ থেকে গঠিত একটি শব্দ। সংস্করণ শব্দের অর্থ হচ্ছে-সংযোজন-বিয়োজন। আর সংস্কার শব্দের অর্থ হচ্ছে শুদ্ধি করন, শাস্ত্রীয় নীতি মালা দ্বারা পবিত্র করন, শোধন করন বা পতিত অবস্থা ইত্যাদি।
আরও দেখুনঃ ধর্ম নিরপেক্ষতা pdf বই ডাউনলোড
মোট কথঅ সংস্কৃতি শব্দের অর্থ হচ্ছে, এমন বস্ত বা বিষয় সংস্কার করা, সজ্জিত ও অলংকৃত করা। বুদ্ধিজীবি বদরুদ্দিন উমর সংস্কৃতির বর্ণ না দিতে গিয়ে বলেন, জীবন চর্চাই অন্য নাম সংস্কৃতি , মানুষের জীবিকা, তার আহার বিহার, চলাফেরা ।
তার শোক-তাপ আনন্দ বেদনার অভিব্যক্তি, তার শিক্ষা, সাহিত্য ভাষা, তার দিন রাত্রির হাজারো কাজ কর্ম, সব কিছুরই মধ্যেই তার সংস্কৃতির পরিচয়। (সংস্কৃতির সংকট) । এমনি ভাবে ১৯৮২ ইং সালে মেক্সিকোর ইউনেস্কো সম্মেলনে সংস্কৃতির যে বর্ণনা দেয়া হয়েছে।
আরও দেখুনঃ তাওহীদের সুনির্দিষ্ট বিষয় pdf বই ডাউনলোড
নিচে পহেলা বৈশাখ একটি পৌত্তলিক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দৈনিক সংগ্রাম বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 16.5 MB প্রকাশ সালঃ ২০১৮ ইং বইয়ের লেখকঃ আসাদুজ্জামান আসাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ