পারিবারিক বিপর্যয়ের কারণ pdf বই ডাউনলোড। স্বামীর অনুপস্থিতিতে কোনো গাইরে মাহরাম—যাদের সাথে পর্দা করা ফরজ—আত্মীয় পুরুষকে স্ত্রীলোকের ঘরে প্রবেশ করতে না দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। অনেক ঘর আছে, স্বামীর আত্মীয়- স্বজন সেখানে নির্দ্বিধায় প্রবেশ করে। মাহরাম ও গাইরে মাহরামের মধ্যে কোনো প্রভেদ নেই, পর্দাহীনভাবে যে কেউ স্ত্রীলোকের সাথে দেখা করে
। অথচ, গাইরে মাহরামদের সাথে দেখা দেওয়া স্পষ্ট হারাম। আবার অনেক বাসায় স্বামীর নিকটাত্মীয় পুরুষরা বসবাস করে। তারা মাহরাম পুরুষের মতো নির্দ্বিধায় ঘরে প্রবেশ করে। পর্দার প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করে না। গাইরে মাহরাম নিকটাত্মীয়দের নির্দ্বিধায় এভাবে স্ত্রীলোকের ঘরে প্রবেশ করাকে আশপাশের লোকজনও কিছুই মনে করে না। তারা ভাবে, এরা তো এই মহিলার স্বামীর নিকটাত্মীয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
এ তার ভাই, এ ভাতিজা, এ মামা, এ চাচা ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রবেশের এ সহজতা ও দ্বিধাহীনতার কারণে উন্মুক্ত হয় ফিতনা-ফাসাদের দ্বার। এ যেন নিজের ঘরে খাল কেটে কুমির আনার মতোই অবস্থা। অন্যদিকে শরিয়তের হদগুলো লঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা অত্যন্ত ক্রদ্ধ হন। এ ক্ষেত্রে রাসুলুল্লাহ এর এ হাদিসটি হলো মূলনীতি :
“তোমরা মহিলাদের নিকট প্রবেশ করা থেকে বিরত থাকো।” তখন আনসারদের মধ্য থেকে এক লোক বলল, “হে আল্লাহর রাসুল, দেবরের ব্যাপারে আপনার অভিমত কী?” তিনি বললেন, “দেবর তো মৃত্যুতুল্য।”
নবি বলেন, ‘হাদিসের উদ্দেশ্য হলো বাপ-দাদা, ছেলে-সন্তান ব্যতীত স্বামীর নিকটাত্মীয়রা—যারা তার স্ত্রীর গাইরে মাহরাম—তার স্ত্রীর নিকট ৩. হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন। দেখুন, ফাতহুল বারি : ৯/৩৩০।
প্রবেশ করতে পারে না। বাপ-দাদা, ছেলে-সন্তানদের সাথে তার স্ত্রীর দেখা করা জায়িজ। এখানে তাদের মৃত্যুর সাথে তুলনা করা হয়নি। বরং এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত হলো—স্বামীর ভাই, ভাতিজা, চাচা, চাচাতো ভাই, ভাগনেসহ স্বামীর প্রমুখ এমন আত্মীয়-স্বজন, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ওই স্ত্রীলোকের জন্য অবিবাহিত অবস্থায় জায়িজ ছিল।
আর স্বাভাবিকভাবে দেবর খুব সহজে ভাবির ঘরে প্রবেশ করতে পারে এবং তার সাথে একান্তে মিলিত হতে পারে; তাই এখানে দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে । সুতরাং অন্য পুরুষদের চেয়ে স্ত্রীলোকের জন্য দেবরই নিষিদ্ধ হওয়ার অধিক উপযুক্ত। এ জন্যই এখানে তার নাম উল্লেখ করা হয়েছে। (দেবর মৃত্যুতুল্য) হওয়ার কয়েকটি অর্থ হতে পারে : – দেবরের সাথে নির্জনে মিলিত হওয়া স্ত্রীলোকের জন্য কখনো কখনো দ্বীন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, যদি উভয়ের মধ্যে খারাপ কিছু হয়ে যায় । আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে পারিবারিক বিপর্যয়ের কারণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | নারী পর্দা বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 7.72 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শাইখ সালেহ আল-মুনাজ্জিদ |
বইয়ের অনুবাদকঃ |