পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র pdf বই ডাউনলোড। মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর এটা এক বিরাট অনুগ্রহ যে, তিনি চলমান হিজরী শতকের শুরুতে ইসলামের তৎকালীন প্রধান শত্রু পরাশক্তি সোভিয়ত ইউনিয়কে ধ্বংস করার জন্য বিশ্বের অন্যতম দরিদ্র ও অনুন্নত মুসলিম দেশ আফগানিস্তানে মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে ইসলামী আন্দোলনের নির্যাতিত ও আপোষহহিীন যোদ্ধা কর্মীদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন।
তার মধ্যে- মিশর, আলেজিরিয়া, লিবিয়া, সিরিয়া, ইরাক,জর্দান, ফিলিস্তিন, সৌদিআরব ও মালোয়েশিয়াসহ বিশ্বের অনেক মুসলিম দেশের ইসলামী আন্দোলনের প্রকৃত ত্যাগী। কর্মীরা আফগানিস্তানে এসে তাদের ঈমানের সভ্যতার পরিচয় দেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্লোন ষড়যন্ত্র pdf বই ডাউনলোড
- আন্দামান ষড়যন্ত্র pdf বই ডাউনলোড
- চেতনার বালাকোট pdf বই ডাউনলোড
- ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব পিডিএফ ডাউনলোড
- ইমাম আহমাদের ৫ উসুল pdf বই ডাউনলোড
চারিপাশে ফুটঘুটে অন্ধকার। আকাশে কালো মেঘ। চতুর্দিকে আর্তনাদ, বুক ফাটা চিৎকার। নিরীহ নির্যাতিতের তপ্ত খুনে ভাসছে সবুজ জমীন। ভুলুন্ঠিত হচ্ছে মা বোনের ইজ্জত প্রতিনিয়ত। ক্লাস্টার-নাপাম আর রকমারী ভয়াবহ বোমার আঘাতে মেরে সাল করে দেয়া হচ্ছে তাদের। পুড়ে ছারখার দেয়া হচ্ছে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, এমনিভাবে এক দেশের পর আরেক দেশ। শব্দ করে কান্নার অধিকারটুকুও নেই। একরাতও স্বস্তিতে ঘুমোতে দেয়া হচ্ছে না। নিজস্ব ভুখন্ডেও।
উপরোক্ত সংবাদটুকু এমন একটি জাতির, যাদের রয়েছে গৌরবময় এক বিশাল সোনালী ইতিহাস। যারা বীরত্ব, শৌর্য-বীর্য ও সফলতার সাথে নেতৃত্ব দিয়েছে বিশ্বময়। যাদের শাসন বিচার জনসেবায় আপত হয়েছে পৃথিবীর তাবৎ জনগোষ্ঠী। মাশরেক-মাগরেব সর্বত্র ছড়িয়ে রয়েছে যাদের সফলতা স্বাক্ষ। সে জাতিটিই হল মুসলমান। ইতিহাসের এই সম্মানিত জাতি আজকের পৃথিবীতে খুবই অসহায়। বর্বর জুলুমের কষাঘাতে দেয়ালে ঠেকেছে পিছ। তারা আজ বড়ই বিপদগ্রস্থ। মুসলমানদের আজ কোন বন্ধু নেই।
জাতির এই দুর্দিনে জীবনের সবটুকু উজাড় করে, স্ত্রী, সন্তান, ঘরবাড়ী, মাতৃভূমি থেকে হিজরত করে উম্মতের যে জানবাজ আলেম দুশমনদের সকল জুলুম ও ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করার ইস্পাদ কঠিন শপথ নিয়ে ভিনদেশে পাড়ি দিয়ে ইতিহাসের বাক ঘরিয়ে দিয়েছিলেন তিনি হলেন শহীদ ড. আবদুল্লাহ আযযাম (রহ.)।
জাতির ভাগ্য পরিবর্তনের এই মহান নেতার যে অপরিসীম ত্যাগ ও কুরবানী ঝরেছে তার সাক্ষী আফগানিস্তানের রক্তভেজা মাটি। তার অনবদ্য ভাষণ ও রচনাসমূহের গুরুত্ব বর্তমান সময়ে অনস্বীকার্য। সেই গুরুত্ব উপলব্ধি করে পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র বইটি প্রকাশ করে আমরা সময়ের একটি অপরিহার্য দাবী মেটাতে কিছুটা হলেও সক্ষম হয়েছি। বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল কুরআন |
বইয়ের ধরণঃ | ইসলামিক |
বইয়ের সাইজঃ | 4.99 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. আবদুল্লাহ আযযাম (রহ.) |
অনুবাদকঃ | আবুল হুসাইন আলেগাজী |