পুণ্যবতীর সন্ধানে pdf বই ডাউনলোড। কোনো যুবক যখন বিয়ে করার মনস্থ করে, তখন সে কেমন মেয়ে ঘরে তুলবে, শুরুতেই তার একটি লক্ষ্য নির্ধারণ করে নেয়্। এটিকে সামনে রেখেই সে পাত্রী অনুসন্ধান ও নির্বাচনের কাজ শুরু করে। কারও লক্ষ্য যদি সুন্দরী নারী হয়, তবে সে প্রথমেই জানতে চায়, মেয়েটি সুন্দরী কি না? তার সব অনুসন্ধান ঘুরপাক খায় পাত্রীল দৈহিক সৌন্দর্যকে কেন্দ্র করে। কারও লক্ষ্য যদি অর্থসম্পদ হয়।
তবে সে কোনো ধনীল দুলালি কিংবা মোটা বেতনের চাকরিজীবী মেয়ের সন্ধানে কোমর বেধেঁ নামে। কারও লক্ষ্য যদি হয় উচুঁ বংশের মেয়ে, তবে পাত্রীর মধ্যে সব গুণ থাকার পরও শুধু নিচু বংশের হওয়ার কারণে তার পছন্দ হয় না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলাহী খুতুবাত ৯ম খন্ড pdf বই ডাউনলোড
- বিয়ে নিয়ে কিছু কথা pdf বই ডাউনলোড
- বিয়ের উপহার pdf বই ডাউনলোড
- বাবা আমার বিয়ের ব্যবস্থা করুন pdf বই ডাউনলোড
- মুসলিম মিডিয়া নির্বাচিত লেখা pdf বই ডাউনলোড
আবার কারও লক্ষ্য যদি হয় দ্বীনদার মেয়ে, তবে সে পাত্রীর দ্বীনদারির ব্যাপারে খোজঁখবর নেয় ।এবং বিচক্ষণতার সাথে পুণ্যবতী কোনো নারীকে জীবনসাথি হিসেবে পাওয়ার চেষ্টা করে। বিয়ের জন্য সাধারণত এই চারটি বৈশিষ্ট্যের দিকে লক্ষ রাখা হয়। তবে পাত্রীল দ্বীনদারির দিকটিই সর্বাধিক বিবেচ্য বিষয়।
হে যুবক!
মনে রেখো, ইসলামে বিয়ের উপকারিতা বেশ ব্যাপক। তবে পুণ্যবতী মেয়ে বিয়ে করার সুফল ও কল্যাণই আলাদা। নিম্নে বিয়ের কতিপয় উপকারিতা তুলে ধরা হলো: এক, বিয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্য করা হয়। হাদিসে যুবকদের বিয়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যার দাম্পত্য জীবন নির্বাহের সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে নেয়; কেননা, বিয়ে দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সুরক্ষিত রাখে।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ বাস্তবায়ন ও তারঁ নির্দেশ পালনের মধ্যেই উভয় জাহানের কামিয়াবি নিহিত। দুই. দ্বীনদার মেয়ে বিয়ে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর আদেশ মান্য করা হবে। হাদিসে এসেছে, চারটি বিষয়ের দিকে লক্ষ্য রেখে মেয়েদের বিয়ে করা হয়! এই চার বৈশিষ্টের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ গুণের কথা বলত গিয়ে তিনি বলেন, অর্থাৎ- দ্বীনদার মেয়ে নির্বাচন করা তোমার জন্য আবশ্যক, অন্যথায় ধুলোয় ধূসরিত হোক তোমার উভয় হাত।
তিন. বিয়ের মাধ্যমে মানুষের খারাপ ধারণা থেকে বাচাঁ যায়। কারণ, বিয়ের প্রতি অনাসক্ত লোককে সামর্থ্যহীন বা দুশ্চরিত্র মনে করা হয়। উমর রা, বলেন, অক্ষমতা ও ভ্রষ্টতা ছাড়া কোনো কিছুই তোমাকে বিয়ে থেকে বিরত রাখতে পারে না। ইবনে মাসউদ রা. বলেন, আমার জীবনের যদি মাত্র দশটি দিনও বাকি থাকে, তবুও আমি বিয়ে করতে চাই, যাতে অবিবাহিত অবস্থায় আমাকে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে না হয়। ইত্যাদি জানতে পড়তে বইটি ডাউনলোড করতে পারেন।
নিচে পুণ্যবতীর সন্ধানে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বিয়ে বিষয়ক |
বইয়ের সাইজঃ | 15.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুল মালিক আল কাসিম |
অনুবাদঃ |