পুণ্যবান বন্ধু pdf বই ডাউনলোড। দুনিয়াতে মানুষ বসবাস করে এবং এখানেই সে তার জীবনসফর পাড়ি দেয়। এ জীবনসফরে মানুষ অনেক দুঃখ-বেদনা। ও কষ্ট-মুসিবতের সম্মুখীন হয়। আবার আনন্দ-খুশি ও সুখ-শান্তির উপলক্ষও তার সামনে আসে।
সুতরাং মানুষকে তার দুঃখ-বেদনা ও কষ্ট-মুসিবত শেয়ার করতে এবঙ আনন্দ-খুশি ও সুখ শান্তি ভাগাভাগি করে নিতে এমন কিছু সঙ্গীর প্রয়োজন, যারা তার ব্যথায় ব্যথিত হবে এবং সান্ত্বনার সুমিষ্ট বাণী শুনিয়ে তাকে ধৈর্য ধরার সাহস জোগাবে। তার আনন্দে আনন্দিত হবে এবং সুখ ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ pdf বই ডাউনলোড
- ইসলামের প্রথম খলীফা pdf বই ডাউনলোড
- আমরা তো স্রেফ বন্ধু কেবল pdf বই ডাউনলোড
- আধাঁর রাতের বন্ধু pdf বই ডাউনলোড
- পিঁপড়াদের রাজ্যে pdf বই ডাউনলোড
তাই সঙ্গী হিসেবে পূর্ণ দ্বীনদার ও উত্তম চরিত্রের অধিকারী লোকদের বেছে নেওয়া আবশ্যক। বলা বাহুল্য, পূর্নাঙ্গ দ্বীন ও উত্তম চরিত্র- দুটি গুণ একসাথে পাওয়া যায় কেবল প্রকৃত মুসলমানদের মাঝে। তাই জীবনসফরের সঙ্গী হিসেবে প্রকৃত মুসলমানদের বিকল্প নেই।
সঙ্গী নির্ণয়ে এ দুই গুণকে আবশ্যক করার কারণ হলো, মানুষ সামাজিক জীব। পারস্পরিক সম্পর্ক ছাড়া তাদের জীবন চলে না। আর উত্তম চরিত্র মানুষের পারস্পরিক সম্প্রীতি ও ঘনিষ্ঠতাকে নির্ভোজাল ও নিস্কলুষ করে। তার সাথে যদি দ্বীন, তাকওয়া ও আল্লাহর জন্য ভালোবাসা সংযুক্ত হয়, তখন এ সম্প্রীতি ও ঘনিষ্ঠতা আরও স্বচ্ছ ও পবিত্র হয়। পবিত্র কুরআনের একাধিক আয়াত ও অনেক হাদিসে মানুষের এ পারস্পরিক সম্পর্ক ও হৃদ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
তার প্রশংসা বর্ণিত হয়েছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ আর তিনি আল্লাহ প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে। যদি তুমি সেসব কিছু ব্যায় করে ফেলতে, যা কিছু জমিনের বুকে রয়েছে, তাদের মনে প্রীতি সঞ্চার করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি সঞ্চার করেছেন। নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী, সুকৌশলী।
আরেক আয়াতে পরস্পর সম্প্রীতি রক্ষা করার নির্দেশ দিয়ে এবং বিচ্ছিন্নতা ও সম্পর্কভঙ্গের নিন্দা করে তিনি ইরশাদ করেনঃ আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো, যা আল্লাহ তোমাদের দান করেছেন। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে পুণ্যবান বন্ধু pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | রুহামা পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.1 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুল মালিক আল কাসিম |
অনুবাদকঃ | আব্দুল্লাহ ইউসুফ |