পূর্ণাঙ্গ নামায ও যাকাতের বিধান pdf বই ডাউনলোড। হাদীস শরীফে এসেছে, কোন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাঃ-এর খেদমতে আরয করল, ঈমান কি? জবাবে রাসূলুল্লাহ সা. বললেন, কোন লোক যদি সৎ কাজ করে আনন্দ পায় আর পাপ কাজ করে অনুতপ্ত হয় তওবা করে তবে সে ব্যক্তিই মুমিন। (আহমাদ)
ঈমান সংক্রান্ত কোন বিষয়েই সন্দেহের সুযোগ নেই। পরিপূর্ণভাবে ঈমান রক্ষা করার জন্য অর্থাৎ মুখে স্বীকার করা, অর্থাৎ অন্তরে দৃঢ়তার সাথে বিশ্বাস করা এবং অর্থাৎ ইসলামের বিধি-বিধানসমূহ আমলের মাধ্যমে কার্যকর করা জরুরী। ঈমানের বিষয়সমূহ ভিন্ন ভিন্ন ভাবে পরিস্কার করা হয়েছে ঈমানে মুফাসসাল-এ বলা হয়েছেঃ উচ্ছারণঃ আমানতু বিল্লাহি ওয়া মালাকিকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসুলিহী ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহী ওয়া শাররিহী মিনাল্লাহি তাআলা ওয়াল ভাসি বাদাল মাউত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- যাকাতের বিধান ১ম খন্ড pdf বই ডাউনলোড
- যাকাতের বিধান ২য় খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামের দৃষ্টিতে যাকাত pdf বই ডাউনলোড
- যাকাতের আইন ও দর্শন pdf বই ডাউনলোড
- যাকাত pdf বই ডাউনলোড
অর্থাৎ আমি মহান আল্লাহর উপর ঈমান আনলাম, এবং তারঁ ফেরেশতাদের উপর, তারঁ কিতাবসমূহের উপর, রাসূলগণের উপর, বিচার দিবসের উপর, তাকদীরের উপর তথা ভাল-মন্দ সবই আল্লাহ তাআলার মর্জিমত হয়ে থাকে এবং মুত্যুর পরে পুনরুত্থানের উপর।
আল্লাহ সম্পর্কে কালাম পাকে তিনি নিজেই ইরশাদ করেছেনঃ অর্থাৎ বলুন! তিনি আল্লাহ এক। আল্লাহ সব কিছু হতে নিরপেক্ষ মুখাপেক্ষীহীন সবেই তারঁ মুখাপেক্ষী; না তারঁ কোন সন্তান আছে আর না তিনি কারো সন্তান; এবং কেউই তারঁ সমতুল্য নয়। (সূরা ইখলাস)
আবার বলেন- অর্থাৎ, আকাশমন্ডল ও যমীনে যা কিছু আছে, সব তারঁই। সব কিছুই তারঁ অনুগত। তিনিই সৃষ্টির সূচনা করেন পরে তিনিই এর পুনরাবৃত্তি করবেন। আর এটা তারঁ পক্ষে সহজতর। আকাশমন্ডল ও যমীনে তারঁ গুণাবলী সর্বোত্তম এবং তিনিই মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ। (সূরা রূম : ২৬-২৭) ।
ফেরেশতাদের উপর ঈমানঃ কালামে পাকে ইরশাদ করা হয়েছেঃ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য, যিনি আসমান ও যমীনের সৃষ্টিকর্তা এবং ফেরেশতাদেরকে বহনকারীরূপে নিয়োগকারী, এমন ফেরেশতা যারা দুই দুই, তিন তিন ও চার চারটি পাখাবিশিষ্ট। তিনি তারঁ সৃষ্টি কাঠামো গঠনে যেমন চান বৃদ্ধি দান করেন। নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। (ফাতের: ১)
নিচে পূর্ণাঙ্গ নামায ও যাকাতের বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বাংলাদেশ কো-অপারেটিভ বুক-সোঃ |
বইয়ের ধরণঃ | নামায ও যাকাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.33 MB |
প্রকাশ সালঃ | ২০১০ সাল |
বইয়ের লেখকঃ | আমিনুল ইসলাম |
অনুবাদকঃ |