পৃথিবীর দেশে দেশে pdf বই ডাউনলোড। ইহজগতের পুরো জীবনটাই মূলত একটি সফর। এটি এমন একটি সফর, যার শেষ কারো জানা নেই । জীবনের এ সফরের মাঝে ছোট ছোট যে সব সফর হয়, সেগুলোকে ‘সফর দর সফর’ বা ‘সফরের মাঝে সফর’ বলাই বাঞ্ছনীয় । এ কারণে আমি আমার ভ্রমণবৃত্তান্তের এ নতুন সংকলনের নাম ‘সফর দর সফর’ বা ‘সফরের মাঝে সফর’ রেখেছি। ইতিপূর্বে ‘জাহানে দীদাহ’ ও ‘দুনিয়া মেরে আগে’ নামে আমার আরো দু’টি ভ্রমণকাহিনী ছেপে বের হয়েছে।
আল্লাহ তাআলার অপার অনুগ্রহে সেগুলো অত্যন্ত পাঠক সমাদৃত হয়েছে। এর পরে আরো অনেক দেশের সফরনামা লেখার সুযোগ হয়েছে এবং যথাসময়ে সেগুলো ‘মাসিক আল বালাগে’ প্রকাশিতও হয়েছে। এখন সেগুলোর সংকলন পাঠক সমীপে পেশ করা হচ্ছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অনিঃশেষ আলো ১ম খন্ড pdf বই ডাউনলোড
- যঈফও জাল হাদিস ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- জিহাদ pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা আমাকে কোন না কোন কাজের সূত্রে ছয় মহাদেশেই যাওয়ার সুযোগ দান করেছেন। তার মধ্যের অনেক দেশের সফরনামা এ কারণে লেখা হয়নি যে, সফরনামা লেখার জন্যে আমি সে সব দেশকেই মনোনীত করেছি, যেগুলোর সফরনামা ইসলামের ইতিহাসের মহান ব্যক্তিত্বগণের উপর আলোকপাত করার একটি উপলক্ষ্য হয়। কিংবা তার মাধ্যমে পাঠক মহোদয় কল্যাণকর কিছু তথ্য-উপাত্ত জানার সুযোগ লাভ করেন।
যে সব ক্ষেত্রে এ ধরনের বিশেষ কোন ফায়দা বুঝে আসেনি, সে সব ক্ষেত্রে শুধুমাত্র আমার ব্যক্তিগত ঘটনাবলী বর্ণনা করার জন্যে সফরনামা লেখার কোন আগ্রহ আমার সত্ত্বেও ব্যস্ততার কারণে লিখতে পারিনি। যেমন, উজবেকিস্তানের সফরে যে সমস্ত ঐতিহাসিক স্থানে যাওয়ার সুযোগ আমার হয়েছে, সেগুলোর উপর আলোচনা করার আগ্রহ ছিলো, কিন্তু সে সুযোগ হয়ে ওঠেনি। তবে সবচেয়ে
বড়ে৷ আক্ষেপের কথা হলো, ‘হিজাযে মুকাদ্দাসে’র সফরনামা- যা অন্য যে কোন সফরনামার আগে লেখা উচিৎ ছিলো- তা থেকে আমি বঞ্চিত রয়েছি। ‘জাহানে দীদাহ’র শুরুতে তার কারণ আমি উল্লেখ করেছি ।
যাইহোক, এটা আমার সফরনামার তৃতীয় সংকলন, যার মধ্যে সিরিয়া, ইরান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আলবেনিয়া, রাশিয়া, জাপান, নিউজিল্যান্ড, ফিজি, আয়ার লান্ড ও সব শেষে ভারতের সফরনামা লিপিবদ্ধ হয়েছে। আশা করি এ সংকলনটিও আগ্রহী পাঠকমহলে সমাদৃত হবে এবং এর দ্বারা তারা উপকৃত হবেন ।
নিচে পৃথিবীর দেশে দেশে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল আশরাফ |
বইয়ের ধরণঃ | সফর বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 18.25 MB |
প্রকাশ সাল | ২০১২ সাল |
বইয়ের লেখকঃ | শায়খ মুহাম্মাদ তাকী-উসমানী |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন |