পৃথিবীর শেষ সময় pdf বই ডাউনলোড। বিশ্বনবী মুহাম্মদ মোস্তফা নে কিয়ামতের পূর্বে বিশ্ব জুড়ে যে সকল আলামত [Sign] যেমন- বিপর্যয়, ধ্বংসযজ্ঞ, বিশৃঙ্খলা, বিড়ম্বনা, যুদ্ধ, বালা-মুসিবত ও হত্যাযজ্ঞের সূচনা হবে, ঐগুলোকে ফিতনা বলে আখ্যা দিয়েছেন। ঐগুলো সংঘটিত হওয়ার যমানাকে ফিতনার যমানা বলা হয়। আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসূল আমাদের নিয়ে একটু বেলা থাকতেই আসরের নামায আদায় করেন অতঃপর সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন।
উক্ত ভাষণে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সমস্ত কিছুই বর্ণনা করেন। তাঁর সেই ভাষণটি যারা ভুলে যাওয়ার তারা ভুলে গিয়েছে। [নুয়াইম বিন হাম্মাদ : আল ফিতান-১) আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তায়ালা আমার সম্মুখে দুনিয়াকে উঁচু করে ধরলেন। অতঃপর দুনিয়াকে এবং তাতে কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য বিষয়গুলো দেখছিলাম যেমন আমার দুই হাতের তালুগুলো দেখছি। এটা হলো আল্লাহ তায়ালার পক্ষ থেকে সুস্পষ্ট বিষয়, যা তিনি প্রকাশ করেছিলেন তার পূর্ববর্তি নবীগণকে ।
[নুয়াইম বিন হাম্মাদ : আল ফিতান-২]
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিশ্ব রাজনীতির ১০০ বছর pdf বই ডাউনলোড
- শেষ দিবস pdf বই ডাউনলোড
- জিহাদের ইসলামী নীতি pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ফিতনা ঘোর অন্ধকার রাত্রির একাংশের ন্যায় ছায়া ফেলবে। যখনই কোন এক প্রকার ফিতনা চলে যাবে, তখনই আরেক প্রকার ফিতনা প্রকাশ পাবে। তাতে কোন ব্যক্তি সকালে মুমিন হলে বিকালে কাফের হয়ে যাবে, এবং বিকালে মুমিন হলে সকালে হয়ে যাবে। আর তখন লোকেরা পার্থিব সামান্য সামগ্রির বিনিময়ে তাদের দ্বীনকে বিক্রি করে দিবে ।
[নুয়াইম বিন হাম্মাদ : আল ফিতান-১৪ )
তিনিবলেন, বিশিষ্ট সাহাবী হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) হতে বর্ণিত, যাবতীয় ফিৎনা-ফাসাদ আমি যা জানি, সেগুলো যদি তোমাদেরকে বয়ান করি তাহলে তোমরা আমার সাথে বিনিদ্র অবস্থায় থাকতে পারবে না । [নুয়াইম বিন হাম্মাদ : আল ফিতান-১৮]।
বিশিষ্ট তাবেঈ আনাস (রা.) থেকে বর্ণিত, তার কাছে যিনি বর্ণনা করেছে। তার কাছ থেকে নকল করেছেন, তিনি বলেন, তোমাদের কাছে যখনই এমন কোনো বালা মসিবত প্রকাশ পায়, যার কারণে তোমরা চিল্লাচিল্লি করবে, কিন্তু পিছনে এমন আরো বালা-মসিবত অপেক্ষা করছে যা এর থেকেও মারাত্মক। যে বালা মসিবত তোমাদেরকে পূর্বের মসিবতকে [নুয়াইম বিন হাম্মাদ : আল ফিতান-৫০] ভুলিয়ে দিবে ।
আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সা এরশাদ করেছেন, সর্বপ্রথম পারস্যবাসীরা ধ্বংস হবে। তাদের ধ্বংসের পরপর আরবের অধিবাসীগণ ধ্বংস হতে থাকবে।
নিচে পৃথিবীর শেষ সময় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আতিফা পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 34.0 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ ইকবাল হোসাইন |
বইয়ের অনুবাদকঃ |