পোষাক pdf বই ডাউনলোড। বস্ত্র বা পোশাক মাুনষের মৌলিক অধিকার। পোশাকের মাধ্যমে আদম সন্তানের ইযযত-আব্রু রক্ষিত হয়। সভ্য-অসভ্য এবং পশু ও মানুষের মধ্যে পার্থক্যকারী হলো পোশাক, যার মাধ্যমে মানুষের আত্মপরিচয় প্রকাশ পায়। হাল ফ্যাশনের তথাকথিত সেলিব্রিটি মডেল তারকাদের পোশাকের প্রতি মোহ ও অনুকরণপ্রিয়তা তরুণসমাজকে গ্রাস করছে।
অনেকে তা পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে পরিবারের উপর অভিমান করে নিজের জীবনকে পর্যন্ত বলি দিচ্ছে (নাউযুবিল্লাহ) অথচ ইসলামে পোশাকের বিষয়ে সুস্পষ্ট দিক-নির্দেশনা রয়েছে। কিন্তুঃ দুঃখজনক হলেও সত্য যে, এমন প্রয়োজনীয় বিষয়ে সাধারণ মুসলিম একেবারেই অজ্ঞ। তারা শয়তানের দোসরদের পোশাক সম্পর্কে যতটা ওয়াকিফহাল, সর্বকালের শ্রেষ্ঠ মানব মুহাম্মাদ সাঃ এর পোশাকের মডেল সম্পর্কে ততটা ওয়াকিফহাল নয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রোযার মৌলিক শিক্ষা pdf বই ডাউনলোড
- আইরা তাহরীম উশমির লেখা pdf বই ডাউনলোড
- মুমিন ও মুনাফিক pdf বই ডাউনলোড
- প্রোডাক্টিভ মুসলিম pdf বই ডাউনলোড
- এবার ভিন্ন কিছু হোক pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা মানুষের উপর যেসকল নেয়ামত দান করেছেন পোশাক তার অন্যতম গুরুত্বপূর্ণ নেয়ামত। মানুষ পোশাক পরে থাকে, পশু পোশাকবিহীন থাকে। প্রকৃতিগতভাবেই পুরুষ নারীর শারীরিক অবকাঠামো ভিন্ন ভিন্ন, বিধায় তাদের পোশাকও ভিন্ন ভিন্ন রয়েছে। পোশাকে মানুষের সম্মান-মর্যাদা ফুঠে উঠে। গায়ে পোশাক না থাকলে মানুষ বিবেকহীন পশুতুল্য বলে গণ্য হবে।
আল্লাহ বলেন, হে আমার আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যেন তোমরা তোমাদের লজ্জাস্থানসমূহকে ঢেকে রাখতে পার। আর এ পোশাক তোমাদের দেহের শোভা বৃদ্ধির জন্য। আর তাক্বওয়ার পোশাকই হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক। আর এ পোশাক আল্লাহ নিদর্শনসমূহের মধ্যে একটি নির্দশন। যাতে মানুষ উপদেশ গ্রহণ করে (আ’রাফ, ২৬)।
অনেকের জানা নেই পোশাকের ধরণে ও পরনে সামান্য হেরফের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। মার্জিত পোশাক কেবল মুমিনের লজ্জা নিবারণের ভুষণ নয়, বরং পাপকাজ থেকে বাচাঁরও মাধ্যম। কুরআন-সুন্নাহর মানদন্ডে মুসলিমদের ড্রেসকোড বিষয়ে লিখার কথা বহুদিন থেকে ভাবছিলাম । ব্যস্ততার কারণে তা লেখা সম্ভব হয়ে উঠেনি। অবশেষে পোষাক-ও সাজ-সজ্জার হুকুম-আহকাম সম্বলিত একটি ক্ষুদ্র গ্রন্থ লিখার মহান আল্লাহ তাওফীক দিয়েছেন।
নিচে পোষাক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | তুবা পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | সাহিত্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 13.6 MB |
প্রকাশ সালঃ | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুর রাযযাক বিন ইউসুফ |
অনুবাদকঃ |