প্রচলিত ভুল
প্রচলিত ভুল pdf বই ডাউনলোড। হযরত জাবের রাযি. এর দুই শিশু ছেলের বকরী জবাই খেলা! হযরত জাবের রাযিয়াল্লাহু আনহু একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করেন । মেহমানদারির জন্য একটি বকরী জবাই করেন। বকরী জবাইয়ের সময় হযরত জাবের রাযি. এর দুই শিশুছেলে দাড়িয়ে দেখছিল। হযরত জাবের যাযি, বকরী নিয়ে চলে গেলে দুই ভাই মিলে বকরী জবাই খেলা শুরু করল এবং এক ভাই আরেক ভাইকে শুইয়ে বকরীর মত জবাই করে দিল। এরপর ভয়ে সেও মারা গেল।
রাসুল কষ্ট পাবেন ভেবে হযরত জাবের রাযিয়াল্লাহু আনহু ধৈর্যর সাথে ছেলে দুটোর লাশ ঘরের কুঠরিতে নিয়ে কম্বল দিয়ে ঢেকে রাখলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসে জাবের রাযি.-কে বললেন, তোমার ছেলে দুটোকে ডাক। তিনি বললেন, হুজুর আপনি খান ওরা ঘুমাচ্চে।
আরও দেখুনঃ আহলে সুন্নাত ওয়াল জমায়াত pdf বই
রাসুল বুঝতে পেরে উঠে গিয়ে কম্বল উঁচু করে ডাকলেন হে জাবেরের দুই ছেলে উঠে এস । তখন ভোরের পাখির মত ছেলে দুটো উঠে এস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ঝাপিয়ে পড়ল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্ছা দুটোকে নিয়ে খেতে গেলেন। তারঁ চোখ থেকে দুফোটা অশ্রু পড়িয়ে পড়ল। উল্লেখিত ঘটনাটি ভুল। লোকমূখে বহুল প্রচলিত হলেও এর কোন দালীলিক ভিত্তি নেই।
বিনা ওযুতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহ.-এর নাম মুখে নেওয়া!! কিছু লোকের মুখে শোনা যায় এবং কোন কোন বইয়েও পাওয়া যায়, বিনা ওযুতে বড় পীড় আব্দুল কাদের জিলানী রহ.- এর নাম মুখে নিলে শরীরের তিনটি পশম ঝরে যায়। এটি একটি ভুল বিশ্বাস । অবাস্তব ও অযৌক্তিক একটি বিশ্বাস।
আরও দেখুনঃ উসওয়ায়ে রাসুলে আকরাম সাঃ pdf বই
প্রথমতঃ ইতিহাসের নির্ভরযোগ্য কোন গ্রন্থে এ বিশ্বাসের কোন অস্তিত্ব নেই। দ্বীতীয়ত; আব্দুল কাদের জিলানী রহ. ওলীকুল শিরোমনি হওয়ার পাশাপাশি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত এবং আল্লাহ তাআলার বান্দা। যখন মহান আল্লাহ তায়ালা ও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিনা ওযুতে উচ্চারণ করলে পশম ঝরে না, তাহলে বড় পীর সাহেবের নাম মুখে নিলে পশম ঝরবে কেন? ।
নিচে প্রচলিত ভুল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রাহনুমা প্রকাশনী বইয়ের ধরণঃ ভুল বিশ্বাস বিষয়ক বইয়ের সাইজঃ 9.90 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ