প্রতিবেশীর হক pdf বই ডাউনলোড। প্রতিবেশিী শব্দটি একটি ব্যাপক শব্দ। প্রতিবেশী বলতে মুসলিম, কাফের, নেক বান্দা, ফাসেক, বন্ধু, শত্রু, পরদেশী, স্বদেশী, উপকারী, ক্ষতি সাধনাকার, আত্মীয়, অনাত্মীয়, নিকটতম বা তুলনামূলক একটু দূরের প্রতিবেশী সবাই অন্তর্ভুক্ত। অনেকেই মনে করে প্রতিবেশী বলতে শুধু ঘরের পাশের প্রতিবেশী বুঝানো হয়ে থাকে।
বিষয়টি এমন নয় যে শুধুমাত্র ঘরের পাশের প্রতিবেশীকেই প্রতিবেশী বলা হবে আর কাউকে নয়। বরং প্রতিবেশী বিভিন্ন ধরনের হতে পারে যেমন- কর্মক্ষেত্রে এক সাথে কাজ করলে সে আমার একজন প্রতিবেশী, ছাত্র জীবনে যাদের সাথে পড়া লেখা উঠাবসা করি সেও আমার প্রতিবেশী, আমার জমিনের সাথে যদি কারো জমি থাকে সে আমার জমিনের প্রতিবেশী, পাশের দোকানদার সে আমার দোকানের প্রতিবেশী।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অপারেশন মরু প্রান্তর pdf বই ডাউনলোড
- আল্লাহর হক বান্দার হক pdf বই ডাউনলোড
- বান্দার হক pdf বই ডাউনলোড
- পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই ডাউনলোড
- সন্তানের উপর পিতা মাতার হক pdf বই ডাউনলোড
এক সাথে বাজারে গেলে সে আমার বাজারের প্রতিবেশী, এমনকি যদি আমি কোনো গাড়ি বা বিমানে একজন ভাইয়ের সাথে একসাথে বসি সেও আমার কিছু সময়ের জন্য একজন প্রতিবেশী। এ বিষয়ে রয়েছে হাদিসে ব্যাপক দিক নির্দেশনা। যেমন, জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশী সাধারণত তিন শ্রেণীর হয়ে থাকে।
[১] যার এক দিক থেকে হক। সে হকের দিক দিয়ে সর্ব কনিষ্ঠ। [২] যার দুই দিক থেকে হক হয়ে থাকে। [৩] যার তিন দিক থেকে হক হয়ে থাকে এ হল সর্বোত্তম প্রতিবেশী। যার এক দিক থেকে হক সে হল, অনাত্মীয় বিধর্মী প্রতিবেশী। এ ব্যক্তির হক শুধু প্রতিবেশী হওয়ার ভিত্তিতে আত্মীয়তার ভিত্তিতে নয়। আর যার হক দুই দিক দিয়ে, সে হল, মুসলিম প্রতিবেশী, যার সাথে আত্মীয়তার কোন সম্পর্ক নেই।এ ব্যক্তির হক প্রতিবেশী এবং মুসলিম হওয়ার দিক থেকে। আর যার হক তিন দিক থেকে, সে হল, মুসলিম আত্মীয় প্রতিবেশী। এ ব্যক্তির হক প্রতিবেশী হিসেবে, মুসলিম হিসেবে এবং ও আত্মীয় হওয়ার দিক থেকে। সাধারণত পাশের ঘরের লোককে প্রতিবেশী বলা হয়ে থাকে। তবে পাশের ঘর বলতে কি বুঝায় এ বিষয়ে বিভিন্ন আলেমদের মধ্যে একাধিক ব্যাখ্যা পরিলক্ষিত।
আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে তোমার আওয়াজ শুনতে পায়, সে তোমার প্রতিবেশী। আবার কেউ কেউ বলেন যে তোমার সাথে এক লোক মসজিদে ফজরের সালাত আদায় করে সে তোমার প্রতিবেশী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রতিবেশীর ব্যাখ্যায় বলেন, তোমার ঘরের চার পাশের ৪০ টি ঘরের অধিবাসীরা তোমার প্রতিবেশী। বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে প্রতিবেশীর হক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | প্রতিবেশী |
বইয়ের সাইজঃ | 1. MB |
প্রকাশ সালঃ | ২০১৪ সাল |
বইয়ের লেখকঃ | জাকেরুল্লাহ আবুল খায়ের |
অনুবাদকঃ |