প্রথম পরিবার pdf বই ডাউনলোড। শেষ হয়ে গেলো আনন্দের আলোকিত অধ্যায়। ভেঙে গেলো বেহেশতের বৈভবিত বসবাস। বেহেশত থেকে বহিস্কৃত হলেন দুজনই প্রথম মানব। প্রথম মানবী। হযরত আদম। হজরত হাওয়া। তারপর অবতরণ। অবরোহন। পতন। যেনো বিরহিন বেহেশতের দুচোখ থেকে গড়িয়ে পড়া দুটি অশ্রুর ধারা ক্রমাগত গড়িয়ে পড়ছে নিচে। আরো নিচে। নামছেন তারাঁ।
অন্তরে অনুতাপের লেলিহান যন্ত্রণা। সমস্ত সত্তা জুড়ে রোদনের সর্বগ্রাসী জলোচ্ছ্বাস। বেহেশতবিচ্যুত অসহায় দুই নরনারী নামছেন। নামতে বাধ্য হচ্ছেন। পতনের এই পথপরিক্রমায় একে একে অতিক্রান্ত হচ্ছে আকাশের সকল স্তর।
আরও দেখুনঃ নাস্তিকের মনস্তত্ত্ব pdf বই ডাউনলোড
অতিক্রান্ত হচ্ছে বিশাল সৃষ্টির বিস্ময়ঘেরা অজস্র পরিধি। আকাম আসছে। একের পর এক। আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। দূরে বহুদুরে দৃষ্টির সীমানা পেরিয়ে একে একে হারিয়ে যাচ্ছে সকল আকাশ। সপ্তম। ষষ্ঠ। চতুর্থ। তৃতীয়। দ্বিতীয়। প্রথম। সাতটি আকাশ একে একে পার হয়ে গেলো। তারপর পার হলো নক্ষত্র রাজ্য। নীহারিকা। ছায়াপথ।
তাপর হঠাৎ আলাদা হতে থাকরেন দুজনে। হযরত আদম আর হযরত হাওয়া-দুজন দুজনের কাছ থেকে সরে যেতে থাকলেন। দুঃখের উপর দুঃখ্ বিপদের উপরে বিপদ। এতোদিনের যুগল জীবনে নেমে এলো প্রথম বিচ্ছেদ। এতোদিন সাথী ছিলো। সুখের সাথী, দুঃখের সাথী। কিন্তু এ কেমন জীবন এখন। সঙ্গীহীন। সঙ্গিনীবিহীন। চলছে। বিরতিহীন পতন। অবরোহণ।
আরও দেখুনঃ আল্লাহর দিকে রাসূল এর দাওয়াতের নমুনা pdf বই
এভাবেই নামতে নামতে নামতে এক সময় পতনের প্রান্তদেশে এই পৃথিবীতে পা রাখলেন তারাঁ। সৃষ্টির প্রথম নর। প্রথম নারী। দুজন-দুজায়গায়। এভাবেই পৃথিবীতে এলেন আল্লাহতায়ালার প্রথম প্রতিনিধি। এলেন অনুতাপের আগুনে জ্বলতে জ্বলতে, রোদনের প্লাবনে ভাসতে ভাসতে। এলেন নিসঃঙ্গ নবী হযরত আদম আ. । এলেন তারঁ হৃদয়ের অপর পিঠ, নিঃশ্বাসের প্রতিধ্বনি জীবনসঙ্গিনী হযরত হাওয়া আ.।
এভাবেই সমাপ্ত হলো আনন্দের সর্বোচ্ছ শিখর থেকে বেদনার বিচিত্র অঙ্গনের পথে অভিযাত্রিক প্রথম মানুষের পতনের পর্যায়। সত্যি বিচিত্ররূপিনী এই বেদনাম বেদনার বিপুল অবয়ব- যার অন্তর থেকে প্রতিনিয়ত যেনো নিনাদিত হয় শাশ্বত সুন্দর সেই বাণী নিশ্চয় দুঃখের পরে সুখ দুখের পরে সুখ।
আরও দেখুনঃ দরুদ শরীফের মর্যাদা pdf বই ডাউনলোড
নিচে প্রথম পরিবার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 1.21 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ মোহাম্মদ মামুনুর রশীদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ