প্রবৃত্তি পূজাই সকল ব্যাধির কারণ pdf বই ডাউনলোড। আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা, তার সন্তুষ্টি কামনা করা এবং শুধু তাকে পাওয়ার আশা করাই হচ্ছে তওহিদের মূল তত্ত্বকথা। আর এটাই হচ্ছে কালিমায়ে শাহাদাত লা-ইলা-হা ইল্লাল্লাহ-র অর্থ ও দাবি। শায়েখ মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রহ, বলেন, ইলাহ হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য যারা আল্লাহ সম্পর্কে জানে না, তাদের কাছে হয়তো ব্যাপারটি সাধারণ হতে পারে।
কিন্তু যারা আল্লাহ সম্পর্কে জানে ও তার কুদরতের ধারণা রাখে, তাদের কাছে বিষয়টি মোটেও সাধারণ নয়। বরং অসাধারণ ও খুব গুরুত্বপূর্ণ। (দুয়ারে সানিয়্যাহ: ২/২১) পক্ষান্তরে যাদের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহ নয়, তাদের অবশ্যই আল্লাহ ব্যতীত অন্য সত্তা বা বস্তু রয়েছে, এবং তারা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যে সত্তা বা বস্তুর দাসত্ব করছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলামী দন্ডবিধি pdf বই ডাউনলোড
- অযু ব্যতীত কুরআনুল কারীম স্পর্শ pdf বই ডাউনলোড
- জীবনের লক্ষ্য নির্ধারণ pdf বই ডাউনলোড
- মন খুশি করার উপায় pdf বই ডাউনলোড
- রিয়া (লোকদেখানো এবাদত) pdf বই ডাউনলোড
ইবনে তাইমিয়াহ রহ, বিষয়টি আরো স্পষ্ট করে বলেন, তথ্য তালাশ করে দেখা গেছে যে, যে যত বেশী আল্লাহর এবাদত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, সে তত বেশি শিরকে লিপ্ত হয়েছে। কারণ, আল্লাহর এবাদত আনুগত্য ও তার শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত ও আনুগত্য করা এবং শরণাপন্নহওয়া।
প্রত্যেকের জন্যই একটি আশ্রয় কেন্দ্র বা ভরসাস্থল রয়েছে, যার তরে সে উৎসর্গ হয় এবং যাকে সে অন্তরের ভক্তি-শ্রদ্ধা দিয়ে মহব্বত করে। অতএব যে ব্যক্তি নিজ লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহকে স্থির না করে তাকে প্রত্যাখ্যান করল, সে নিশ্চিত আল্লাহ ব্যতীত অন্য কাউকে লক্ষ্য স্থির করল এবং তার দাসে পরিণত হল। হতে পারে তা বস্ত-ধন-সম্পদ পদমর্যাদা- ভাষ্কর্য বা আল্লাহ ব্যতীত কোন সত্তা।
বর্তমান পরিবেশ ও পরিস্থিতির ওপর দৃষ্টি দিলে দেখা যায় যে মানুষ বিভিন্নভাবে ও জানান পদ্ধতিতে প্রবৃত্তির অনুসরণ করছে ও শয়তানের দাসত্বে লিপ্ত হচ্ছে। কারো কাছে নারীর প্রতি অবৈধ আসক্তি, কারো কাছে সম্পদের মোহ, কারো কাছে অভিজাত পোশাক-আশাকের উচ্ছাভিলাষ। কারো কাছে বাড়ি-গাড়ি ও ঐশ্বর্যর সীমাহীন আকাঙ্খা।
কারো কাছে ক্ষমতার লোভ। কারো কাছে খেল-তামাশা ও গান-বাজনার অধীর আগ্রহ ইত্যাদি। হ্যাঁ মানুষের অন্তরে বিদ্যমান ও স্নায়ুতন্ত্রের অভ্যন্তরে বিরাজমান এমন কিছু প্রবৃত্তির আচার ও কামনা বাসনার বিবরণ-বিশ্লেষণ নিয়েই আমাদের এ আয়োজন। প্রবৃত্তির মোকাবিলায় সঠিক পদ্ধতি গ্রহণ করা প্রসঙ্গে কিছু কথা: প্রবৃত্তি বা বিষয়ে প্রধান প্রধান স্বভাবের আলোচনার পূর্বে, তা প্রতিরোধের ব্যবস্থা ও মোকাবিলা করার পদ্ধতির ওপর সংক্ষিপ্ত একটি ভুমিকা আবশ্যক জ্ঞান করছি।
নিচে প্রবৃত্তি পূজাই সকল ব্যাধির কারণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | ২০০৯ সাল |
বইয়ের লেখকঃ | ডাঃ আব্দুল আজিজ আব্দুল লতিফ |
অনুবাদঃ | সানাউল্লাহ নজির আহমদ |