প্রশ্নোত্তরে রমজান ও ঈদ
প্রশ্নোত্তরে রমজান ও ঈদ pdf বই ডাউনলোড। প্রশ্ন ১; সিয়ামের শাব্দিক অর্থ কি ? উত্তর ; সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা । ফার্সী ভাষায়ে এটাকে রোযা বলা হয় । প্রশ্ন ২; রমযান মাসের সিয়ামের হুকূম কি ? উত্তর এটা ফরয । প্রশ্ন ৩; এটা কোন হিজরী সালে ফরয হয়েছে ?
উত্তর ; দ্বীতীয় হিজরীতে । প্রশ্ন ৪; সিয়াম ফরয হওয়ার দলীল জানতে চাই । উত্তর ; [ক] আল্লাহ তায়ালা বলেন ;[১] ঈমানদারগণ ! তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে , যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাতের উপর ।
আরও দেখুনঃ ঈদুল ফিতর ও যাকাতুল ফিতর pdf বই ডাউনলোড
যাতে তোমরা মুত্তাকী হতে পার । [বাকারাহ ১৮৩৪] [২]২ রমযান হলো যে মাসে কুরআন নাযিল করা হয়েছিল । মাবনজাতির জন্য হিদায়াত ও সুস্পপষ্ট পথ নির্দেশক েএবং হক ও বাতিলের পার্থক্য নির্ণয়কারী ্ কাজেই তোমাদের মধ্যে যারাই এ মাস পাবে তারা যেন অবশ্যই সিয়াম পালন করে । [বাকারাহ;১৮৫ ] [খ] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
ইসলামের ভিত্তি পাঁচটি ; এ মর্মে সাক্ষ্য দেয়া , যে আল্লাহ ছাড়া আর সত্যিকার কোন মাবুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল , সালাত সিয়াম পালন করা । [বুখারী ;৮;মুসলিম;১৬] প্রশ্ন ৫; রমযান মাসের ফযীলত ও মর্যাদা সম্পর্কে জানতে চাই।
আরও দেখুনঃ সাওম বিশ্বকোষ pdf বই ডাউনলোড
উত্তর চন্দ্র মাসের এটা এক অত্যধিক গুরুত্বপূর্ণ মাস ্ এ মাসের ফযীলত অপরিসীম । নীচে ধারাবাহিকতাভাবে রমযান মাসের কিছু ফযীলত তুলে ধরা হল । [১] ইসলামের পাঁচটি রূকনের একটি রূকনের একটি হল সিয়াম । আন এ সিয়াম পালন করা হয় এ মাসেই । আল্লাহ তায়ালা বলেন ; অর্থাৎ হে মুমিনগন ! তোমাদের ইপর সিয়াম ফরয করা হয়েছে ।
যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ইপর যাতে তোমরা মুত্তাকী হতে পারো । [বাকারাহ ১৯৩ ] [২] এ মাসের সিয়াম পালন জান্নাত লাভের একটি মাধ্যম । নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন । অ যে ব্যাক্তি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনল , সালাত কায়েম করল, যাকাত আদায় করল , রযমান মাসে সিয়াম পালন করল
আরও দেখুনঃ সাওমের আধুনিক মাসআলা pdf বই ডাউনলোড
নিচে প্রশ্নোত্তরে রমজান ও ঈদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 2.57 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ