প্রোডাক্টিভ রামাদান pdf বই ডাউনলোড। রামাদানা মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত। প্রত্যেক প্র্যাক্টিসিং মুসলিম এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। এই মাসে আমলেল সওয়াব অন্য মাসগুলোর আমলের তুলনায় অনেক বেশি। তাই আমাদের সবারই লক্ষ্য থাকে এ মাসে বেশি বেশি আমল করা, আরো বেশি প্রাডাক্টিভ থাকা।
রামাদান সম্ভভত প্রাডাক্টিভ হতে চাওয়া যেকোন মুসলিমের জন্য সব থেকে চ্যালেঞ্জিং সময়। এমাসে আমাদের শুধুমাত্র স্বাভাবিক জীবনযাত্রা যেমন কাজকর্ম, পড়াশুনা, পারিবারিক চাহিদ পূরণ ইত্যাদি চালিয়ে যেতেই হয় তা না; বরং দিন-রাতের একটি দীর্ঘ সময় সালাত, সিয়াম, তিলাওয়াত ইত্যাদি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- প্রোডাক্টিভ মুসলিম pdf বই ডাউনলোড
- রৌদ্রময়ী রামাদান উৎসব pdf বই ডাউনলোড
- রমজানে মুমিনের করণীয় pdf বই ডাউনলোড
- সাজিদ করিম ভাইয়ের কয়েকটি লেখা pdf বই ডাউনলোড
- আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
নানাবিধ ইবাদাতাতের মধ্যে অতিবাহিত করতে হয়। এটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটি কাজ। রামাদনের সকল ধর্মীয় বিধিবিধান পালন করে প্রোডাক্টিভিরি শীর্ষে থাকতে হলে এরজন্য আমাদের কিছু সৃজনশীলতারও প্রয়োজন পড়বে। রামাদান মাসে কীভাবে এত এত চ্যালেঞ্জের মোকাবেলা করে আরো বেশি প্রাডাক্টিভ থাকা যায়, সে বিষয়েই কিছু কার্যকর পরামর্শ দেওয়া হবে এ বইয়ে।
আজ থেকে রামাদান শুরু!! রেডিওতে রামাদানের আগমনবার্তা শুনে আহমাদ অনেক খুশি হয়ে গেল। আনন্দাশ্রুতে সিক্ত হয়ে উঠল তার চোখজোড়া। দীর্ঘ প্রতীক্ষিত প্রিয় মাসের আগমনধ্বনি শুনে তার হৃদয় যেন মুক্ত বিহঙ্গের মত উড়ছিল। সে তখন দুআ করছিল; সে দুআতে বলছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা অনুগ্রহ করে আমাকে বাচিঁয়ে রেখেছেন বলেই তো আমি আরেকটি রামাদান পর্যন্ত পৌঁছে গেলাম।
সকল প্রশংসা আল্লাহ যে আমি আরেক রামাদান মাস পেলাম। আসলে আহমাদ তো অপেক্ষার প্রহন আগে থেকেই গুনছিল। রামাদান শুধু হওয়ার অপেক্ষায় ছিল সে। সম্ভবত এত অধীর আগ্রহের একটি বিশেষ কারণও রয়েছে। এ বছরই আহমাদ আবার দ্বীনের পথে ফিরে এসেছে, সে যেন জন্মসুত্রে প্রাপ্ত দ্বীনকে সবেমাত্র ভাল করে বুঝতে শুরু করেছে। তাইতো সে এ রামাদানকে কাজে লাগাতে চাইছিল।
যাতে করে সে সত্যিকারভাবেই নিজের শেখা দ্বীন জ্ঞান অনুশীলন করতে পারে। আহমাদ সত্যিকার অর্থেই রামাদান্ মাসেকে নিজের জন্য একটি পরিবর্তনমূলক, আধ্যাত্মিক অভিজ্ঞতাসমৃদ্ধ রামাদান বানাতে উদগ্রীব ছিলো। আজ প্রথম তারাবিহ। আহমাদ দৌড়ে উপরতালা নিজের রুম গিয়ে তারাবিহর জন্যে প্রস্তুত হলো। গোসল করে নিজের সবচেয়ে ভাল জোব্বাটি গায়ে জড়ালো। আনন্দ আর উত্তেজনা আতিশয্য সে এত বেশিী পরিমান।
নিচে প্রোডাক্টিভ রামাদান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আসলাফ |
বইয়ের ধরণঃ | সিয়াম বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 22.0 MB |
প্রকাশ সালঃ | ২০২১ |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ ফারিস আলী হাম্মুদা |
অনুবাদঃ |