ফাজায়েলে তওবা ও গোনাহের তালিকা pdf বই ডাউনলোড। কালামে পাকে ইরশাদ হইয়অছে- অর্থঃ আর তিনি এমন যে, স্বীয় বান্দাগণের তওবা কবুল করিয়া থাকেন এবং তিনি গোনাহসমূহ ক্ষমা করিয়া দেন। হাদীসে পাকে এরশাদ হইয়াছে- যদি তোমরা আকাশ পর্যন্ত বিস্তৃত গোনাহ কর, উহার পর অনুতপ্ত হও, তবে অবশ্যই আল্লাহ তোমাদের তওবা কবুল করিবেন। বর্ণিত আয়াত ও হাদীস দ্বারা জানা গেল যে, বান্দা যখন অনুতপ্ত হইয়া ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ পাক তাহার অপরাধ ক্ষমা করিয়া দেন।
বস্তুতঃ মানুষ মাত্রই অপরাধী, পাপ-পূন্যের সংমিশ্রণেই মানুষ। মানুষ শুধু নেক আমল করিবে অথবা গোনাহের সমূদ্রে আকণ্ঠ নিমজ্জিত থাকিবে ইহা সঙ্গত নহে। শুধু নেক আমলও কল্যাণকর্মে আত্মনিবেদিত হওয়া ফেরেস্তার বৈশিষ্ট্য।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তওবার ফযিলত এস্তেগফারের সুফল pdf বই ডাউনলোড
- গোনাহ ও তাওবা pdf বই ডাউনলোড
- তওবা জান্নাতের সোপান pdf বই ডাউনলোড
- সৌভাগ্যের পরশমণি ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত করুন pdf বই ডাউনলোড
আর শুধু গোনাহ-খাতা ও কল্যাণে নিমজ্জিত থাকা শয়তানের স্বভাব। পক্ষান্তরে অনাচার ও পাপকর্মে জড়াইয়া পড়ার পর পুনরায় তওবা করিয়া সুপথে ফিরিয়া আসা-ইহা আদম সন্তানের ধর্ম। যেই ব্যক্তি কল্যাণের পথে ফিরিয়া আসিয়া যাবতীয় কল্যাণের ক্ষতিপূরণ করিয়া লয় সে-ই প্রকৃত মানুষ। এই ক্ষেত্রে বান্দার প্রতি আল্লাহ পাকের অনুগ্রহের কথা উল্লেখ করিয়া কালামে পাক ঘোষণা করিয়াছে: তিনি স্বীয় বান্দাগণের তওবা কবুল করেন এবং গোনাহ ক্ষমা করিয়া দেন।
আর এই তওবার সুযোগ গ্রহণের প্রতি উৎসাহিত করিয়া হাদীসে পাকে ঘোষণা করা হইয়াছেঃ যদি তোমরা আকাশ পর্যন্ত গোনাহ কর, উহার পর অনুতপ্ত হও তবে অবশ্যই আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করিবেন। মানুষের দ্বারা পাপ হওয়া স্বাভাবিক। গোনাহের পর যদি খালেছ নিয়তে তওবা করা হয় তবে সে এমন হইয়অ যায় যেন সে কখনো পাপই করে নাই।
তওবা ছাড়া মৃত্যুবরণ করিও না ।
আর গোনাহের পর তওবা না করিয়া কবরে গেলে কঠিন আজাব ভোগ করিতে হইবে। বলাবাহুল্য দোযখের আগুন সহ্য করার তুলনায় দুনিয়াতে অনুতাপের অনলে দুগ্ধ হওয়া মানুষের পক্ষে অনেক সহজ। সুতরাং শয়তানের ধোকায় পড়িয়অ গোনাহ করার পর মানুষের করণীয় হইল, দ্রুত তওবার দারস্থ হওয়া । কিন্তু দুঃখের বিষয় এই যে, তওবার মত এহেন গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মুসলমানদের ধারণা একেবারেই সীমিত।
অবশ্য এই বিষয়ে সুষ্পষ্ট ধারণা লাভের মত প্রামাণ্য গ্রন্থের অভাব সমস্যার অন্যতম কারণ বলিয়া বিবেচিত ।আমাদের জানামতে বাংলা ভাষায় এই যাবৎ তওবার উপর পৃথক কোন গ্রন্থ রচিহ হয় নাই। এই গ্রন্থটি পাক-ভারত উপমহাদেশের বরেণ্য ব্যক্তিত্ব ভারতের হযরত মওলানা আশেক এলাহী সাহেব কর্তৃক উর্দু ভাষায় রচিত ফাজায়েলে তওবা ও এস্তেগফার এবং গোনাহঁকী ফিহরিস্ত গ্রন্থদ্বয়ের সরল বঙ্গানুবাদ।
নিচে ফাজায়েলে তওবা ও গোনাহের তালিকা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মোহাম্মদী লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | তওবা চাওয়ার উপার |
বইয়ের সাইজঃ | 8.20 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাওলানা আশেক এলাহী বুলন্দ শহরী মোহাজেরে মাদানী |
অনুবাদঃ | মোহাম্মাদ খালেদ |