ফাযায়িলুল কুরআন pdf বই ডাউনলোড। ওয়াহী কিভাবে অবতীর্ণ হল এবং প্রথম কোন আয়াত নাযিল হল এ অধ্যায়ে ইমাম বুখারী রহঃ তার সহীহ গ্রন্থে ইবনু আব্বাস রাঃ-থেকে একটি হাদীস বর্ণনা করেছেন। তাতে বলা হয়েছে যে,এর অর্থ হল সংরক্ষণকারী। আল ফুরকান অতীতের সমস্ত আসমানী গ্রন্থের সংরক্ষখ বলেই একে বলা হয়েছে। আয়েশা রাঃ ও ইবনু আব্বাস রাঃ হতে বর্ণিত আছে যে, নবী পাক সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কী জীবনের দশ বছর এবং মাদানী জীবনের দশ বছরে পবিত্র কুরআনের অভতরণ কার্য সম্পন্ন হয়েছে।
ইবনূ আব্বাস রাঃ বলেছেন যে, ক্বদরের রাতে দুনিয়ার আকাশে কুরআন কারীম একই সাথে অবতীর্ণ হয়। অতঃপর সুদীর্ঘ বিশ বছর ধরে উহা দুনিয়ায় নাযিল হতে থাকে। তারপর তিনি নিম্নের আয়াতটি পাঠ করেন। অর্থাৎ- আমি কুরআন অবতীর্ণ করেছি খন্ড খন্ড ভাবে যাতে তুমি তা মানুষের নিকট পাঠ করতে পার ক্রমে ক্রমে, এবং আমি ওটা ক্রমশ অবতীর্ণ করেছি। (সূরা বানী ইসরাঈল, ১০৬ আয়াত)- এটা বিশুদ্ধ বর্ণনা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ৪০ টি মাদানী ইনআমাত pdf বই ডাউনলোড
- ৯২ টি মাদানী ইনআমাত pdf বই ডাউনলোড
- ৭২ টি মাদানী ইনআমাত pdf বই ডাউনলোড
- ১২ টি মাদানী কাজ pdf বই ডাউনলোড
- ১০১ মাদানী ফুল pdf বই ডাউনলোড
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনার দশ বছরে কুরআন পাক অভতীর্ণ হওয়ার ব্যাপারে কারও কোন দ্বিমত নেই, তবে নবুওয়াত লাভের পর তিনি যে মক্কায় দশ বছর কাল অবস্থান করেছেন এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। কেননা প্রসিদ্ধ বর্ণনা মতে মক্কার তার অবস্থানকাল তেরো বছর ।
৪০ বছর বয়সে তিনি নবুওয়াত লাভ করেন এবং সঠিক বর্ণনা মতে, তিনি তেষট্টি বছর বয়সে মৃত্যুমুখে পতিত হন। হতে পারে যে, সংক্ষেপ করণের লক্ষ্যে ইমাম বুখারী রহঃ দশের উপরের বছর ক’টি উল্লেখ করেননি। কেননা অধিকাংশ ক্ষেত্রেই আরবরা দশকের পরবর্তী ভাংগা সংখ্যা উল্লেখ করেনা। পবিত্র কুরআনের সূরাগুলিকে মাক্কী ও মাদানী সূরা হিসাবে বিন্যস্ত করা হয়েছে।
মাদানী সূরাগুলির ব্যাপারে মতানৈক্য রয়েছে। একদল বলেন যে, শুরুতে হুরূফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর সংযুক্ত সূরাগুলি হলো মাক্কী সূরা। শুধু মাত্র সূরা বাকারা ও সূরা আলে ইমরান এর ব্যতিক্রম। অনূরূপ ভাবে যে সব সূরায় মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে ওগুলি মাদানী সূরা। আর যে সব সূরায় সমগ্র মানব জাতিকে সম্বোধন করা হয়েছে সেগুলি মাক্কীও হতে পারে এবং মাদানীও হতে পারে।
নিচে ফাযায়িলুল কুরআন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | জায়েদ লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | কুরআন বিষয়ক |
বইয়ের সাইজ | 43.1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম ইবনু কাসীর রহ. |
ড. মুহাম্মাদ মুজীবুর রহমান |