ফিরক্বা নাজিয়াহ pdf বই ডাউনলোড। সকল মানুষ এক আদমের সন্তান। সে হিসাবে মানবজাতি পরস্পরের ভাই। কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি বিশ্বাস ও অবিশ্বাস এবং তারঁ নাযিলকৃত বিধানসমূহ মানা ও না মানার ভিত্তিতে মানুষের মধ্যে মুমিন ও কাফিরের বিভক্তি সৃষ্টি হয়েছে। যারা মুমিন তারা ইহকালে সফল ও পরকালে জান্নাত লাভে ধন্য হবে।
পক্ষান্তরে যারা কাফের, তারা ইহকালে ব্যর্থ ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। কিন্তু ঈমান আনার পরেও শয়তানী ধোঁকায় পড়ে মানুষের মধ্যে সৃষ্টি হয় নানা বিভেদ। ফলে নূহ আঃ-এর যুগেই মানবজাতির মধ্যে শিরকের উদ্ভব ঘটে। অবশেষে তারা সবাই আল্লাহর গযবে প্লাবনে ডুবে ধ্বংস হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফিতনাতুত তাকফির pdf বই ডাউনলোড
- জান্নাতের বর্ণনা pdf বই ডাউনলোড
- ব্যবসায় ইসলামি নৈতিকতা pdf বই ডাউনলোড
- অসুস্থ মানুষের জন্য দোয়া pdf বই ডাউনলোড
- আমরা সেই সে জাতি ২য় খন্ড pdf বই ডাউনলোড
পরবর্তীতে নূহের কিশতীতে উদ্ধার পাওয়া স্বল্প সংখ্যাক ঈমানদার ও মুত্তাক্বী লোকদের ঔরসে মানব বংশ নতুনভাবে শুরু হলেও তারা পুনরায় শিরকে লিপ্ত হয়। মানুষকে এই ভ্রষ্টতা থেকে ফিরাতে যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে বহু নবী ও রাসূল। প্রেরিত হন। যেসব মানুষ নবীগণের যথার্থ অনুসারী হয়েছেন তারাই ছিলেন স্ব স্ব যুগে নাজী ফিরক্বা।
পৃথিবীতে চারজন কিতাবধারী শ্রেষ্ঠ রাসূলের মধ্যে মূসা ও ঈসা আঃ- এর অনুসারী গল ইহুদী ও নাছারাগণ। সংখ্যার বিচারে ও নিকটতম উম্মত হিসাবে তাদের অধঃপতনকে দৃষ্টান্ত হিসাবে হাদীছে বর্ণনা করা হয়েছে। ইহুদীরা ৭১ ফের্কা, নাছারারা ৭২ ফের্কা ও সবশেষে উম্মত মুসলমানেরা ৭৩ ফের্কায় বিভক্তি হয়েছে।
এদের মধ্যে শুরুতেই জান্নাতী হবে যে দলটি, তাদেরকেই বলা হয় ফিরক্বা নাজিয়াহ বা মুক্তিপ্রাপ্ত দল। প্রত্যেক মুমিন এই দলভুক্ত হবার আকাংখা পোষণ করে এবং প্রত্যেকে নিজেকে এই দলভুক্ত বলে দাবী করে। ৭৩ ফের্কা সবাই মুসলিম। কিন্তু আমরা কেবল মুসলিম হতে চাই না, বরং নাজী ফের্কাভুক্ত হতে চাই। সেই ফের্কাভুক্ত হতে গেলে তার বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে সম্যক অবগত হওয়া অবশ্যই জরুরী। অত্র বইটি আমাদেরকে সেদিকেই পথ দেখাবে ইনশা আল্লাহ।
আমরা মুসলমান। আমরা মৃত্যুর পরে পনরুত্থানে বিশ্বাস করি। সেখানে আল্লাহর নিকটে আমাদের সারা জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। পরকালে আমরা সকলেই জান্নাতের আকাংখী। কিন্তু সেটা নির্ভর করে দুনিয়াতে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাঃ-প্রদর্শিত পথে যথাযথভাবে চলার উপরে। এধরণের মানুষের সংখ্যা সঙ্গতকারণেই সর্বদা কম হবে। রাসূলুল্লাহ সাঃ- তাদের নাম বলে যাননি।
নিচে ফিরক্বা নাজিয়াহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.12 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ সাল |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব |
অনুবাদকঃ |